মুহতাসিন আহমেদ হৃদয় - রংপুর জিলা স্কুলের ১০ম শ্রেণীর এই শিক্ষার্থী সম্প্রতি অনুষ্ঠিত ৩৮তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপে পুরুষ এককে চ্যাম্পিয়ন। টানা ৫বারের চ্যাম্পিয়নকে হারিয়ে সবচেয়ে কম বয়সে(১৫বছর) জাতীয় টেবিল টেনিসের চ্যাম্পিয়নের খাতায় নাম লিখিয়েছে এই বিস্ময় বালক।
শিশু-কিশোর২৪.কম এর সাথে কথা হয়েছে এই ক্ষুদে তারকার।
পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-
শিশু-কিশোর২৪.কম: শুরুতে তােমার পছন্দের জিনিসগুলাে জানতে চাচ্ছি।
হৃদয়: আমার সবচেয়ে প্রিয় মানুষ হলেন আমার বাবা-মা।সব ধরনের বই পড়তে ভাল লাগে।
আর টেবিল টেনিস তাে সবচেয়ে।
পছন্দের।
শিশু-কিশোর২৪.কম: তােমার টেবিল টেনিসের শুরুর দিকের কথা জানতে চাই।
হৃদয়: ৭/৮ বছরে টেবিল টেনিস খেলা শুরু করি। শুরুর দিকে বাবা।আমাকে ক্লাবে নিয়ে যেতাে। অতটাও ভাল লাগতাে না। আস্তে আস্তে যখন বুঝলাম,শিখলাম আর সকলে উৎসাহ দিতে শুরু করলাে তখন থেকে ভাল লাগার শুরু। তারপর তাে এখন এই পর্যন্ত।
শিশু-কিশোর২৪.কম: তােমার ভবিষ্যত পরিকল্পনা কি?
হৃদয়: আমার প্রাথমিক লক্ষ্য ছিল জাতীয় পর্যায়ে ভাল কিছু করা। আল্লাহর রহমতে তা পূরণ করতে পেরেছি। এখন চাই আমার দেশকে টেবিল টেনিসের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে। বাংলাদেশকে ভাল কিছু উপহার দিতে চাই।
শিশু-কিশোর২৪.কম: তােমার এতদূর আসার পেছনে কাদের অবদান রয়েছে?
হৃদয়: প্রথমত আমার বাবা-মা। কারণ তারা আমাকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন। এরপর আমার কোচ মিহির সেন।
যার সাহায্য ছাড়া হয়তাে এতদূর আসতে পারতাম না।এছাড়া আমার প্রতিবেশী, আশিক ভাই , পাঞ্জু ভাই সই।
যারা আমাকে টেবিল টেনিস শুরু করতে সহযােগীতা করেছিল।
শিশু-কিশোর২৪.কম: এ পর্যন্ত আসার পথে কোনাে।
স্মরণীয় ঘটনা থাকলে বলাে-
হৃদয়: একবার প্রিমিয়ার লীগে আমি একটি দলে ছিলাম । সেবার । ১৫ দিন খেলা হয়েছিল। কিন্তু আমাকে একদিনও খেলতে নামানাে হয় নি। তখন খুব খারাপ লেগেছিল।
শিশু-কিশোর২৪.কম: প্রতিদিন কত ঘন্টা অনুশীলন করাে?
হৃদয়: ৪ থেকে ৫ ঘন্টা অনুশীলন করি প্রতিদিন।
শিশু-কিশোর২৪.কম: এই যে টেবিল টেনিস খেলছে নিয়মিত এতে পড়াশােনার কোনাে ক্ষতি হচ্ছে না?
হৃদয়: না। পড়ালেখা তাে নিজের কাছে। নিয়মিত পড়ালেখা করলে।ক্ষতি হওয়ার কোনাে প্রশ্নই ওঠে না।
শিশু-কিশোর২৪.কম: পাঠক ও তােমার বন্ধুদের প্রতি কিছু বলার থাকলে বলাে-
হৃদয়: সকলের দোয়ায় আমি এতদুর এসেছি। সবাই দোয়া করবেন যাতে বিশ্বের সামনে নিজের দেশকে সম্মানীত ভাবে তুলে ধরতে পারি। আর যারা টেবিল টেনিস খেলছে তাদের বলবাে কঠোর পরিশ্রম ও চেষ্টা থাকলে বিজয়ী হওয়াতে কোনাে বাধাই থাকবে না।
শিশু-কিশোর২৪.কম: শিশু-কিশোর২৪.কম কে সময় দেয়ার
জন্য তােমাকে অসংখ্য ধন্যবাদ। তােমার জন্য শুভকামনা।
রইলাে।
সাক্ষাৎকার: আমার দেশকে টেবিল টেনিসের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে চাই: হৃদয়।
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০১৯
Rating: