-->

মনুষ্যত্ব।



মো: আব্দুল্লাহ,(বগুড়া):
আদর্শ জাতী গঠনে শিক্ষা গ্রহন অপরিহার্য। তবে সকল শিক্ষা মনুষত্ব জাগ্রহ করতে পারেনা।আর মনুষ্যত্বহীন শিক্ষা অর্জন কখোনই কাম্য নয়।আমাদের উচিত শিক্ষা গ্রহনের মাধ্যমে মনুষ্যত্ব কে জাগ্রত করে তোলা।তবেই আমরা এগিয়ে যেতে পারবো স্বপ্নের পথে।ইংরেজি একটি প্রবাদ রয়েছে ,"Education is the backbone of the nation". অর্থাৎ, এই প্রবাদ বাক্য থেকে বলা যায় সকল কিছুর উন্নতির মূলে রয়েছে শিক্ষা।

শিক্ষা অর্জনের উদ্দেশ্য মূলত ২ প্রকার ধরা যেতে পারে।যথা: ১.অর্থ উপার্জন। ২.মনুষ্যত্ব অর্জন।

যে শিক্ষা মানুষকে শুধু মাত্র অর্থ সম্পদ উপার্জনের পথ খুলে দেয় সেই শিক্ষা কখোনই একটি জাতিকে আগ্রসর করতে পারেনা।
অন্য দিকে যে শিক্ষা মনুষ্যত্ব জাগ্রত করতে সক্ষম সেই শিক্ষা দেশ ও জাতীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম।

কেননা অর্থ সম্পদের কোন মূল্য নেই যদি তা সঠিক পথে ব্যয় না করা হয়।
যারা প্রকৃত শিক্ষায় অর্থাৎ মনুষ্যত্বের শিক্ষায় নিজেকে তৈরি করেনি তারা অর্থ সম্পদের সুব্যবহার করতে পারেনা ফলে তা কোনো কাজেই আসেনা।যারা শুধু অর্থ উপার্জন এর লক্ষ্যে শিক্ষা গ্রহন করে তাদের মনোভাব হয় ব্যাক্তি কেন্দ্রিক।ফলে তাদের সম্পদ কোনো কাজেই আসেনা।

অন্য দিকে যারা মনুষ্যত্ব এর শিক্ষায় নিজেদের শিক্ষিত করে গড়ে তুলেছে তারা দেশ ও জাতির জন্য উজ্বল নক্ষত্র স্বরূপ।কেননা মনুষ্যত্বের শিক্ষায় শিক্ষিত মানুষ শুধু নিজেরে ব্যাক্তি কেন্দ্রিক বিষয় সমূহ নিয়ে চিন্তা করেনা বরং সকলের জন্য চিন্তা করে সকল বিষয়ে উন্নতি স্বাধনের লক্ষ বুকে ধারন করে।তারা তাদের অর্জিত প্রকৃত সম্পদ মনুষ্যত্ব এর নূর কে প্রতিফলিত করে দেশ ও সমাজ কে করে তোলে আলোকিত ও সমৃদ্ধ।

আমাদের সকলের উচিত প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠা।এবং ব্যাক্তি কেন্দ্রিক স্বার্থ পরিহার করে দেশ ও সমাজের কল্যানের জন্য পথ স্থির করা।তবেই দেশ ও জাতি আলোকিত হবে।

মনুষ্যত্ব। মনুষ্যত্ব। Reviewed by সম্পাদক on বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.