কবিতা: ফিরবো আবার।
লেখা: মোশফিকুর রহমান,(নীলফামারী)
মাগাে তােমায় যখন আমি
ছেড়ে থাকি দূরে,
দুঃখে আমার চোখ ভিজে যায়
শত লােকের ভীড়ে!
বাবা তােমায় যখন আমি
ডাকি করুন সুরে,
জানি তুমিও কষ্ট পাও
অশ্রু ঝরে বুকটা চিরে৷
আজব এখন জগৎ মাগাে।
দিনগুলাে খুব কড়া,
তােমাদের দূর দেশে রেখে
মন হয়েছে খরা।
রােজ তােমাদের নিয়ে আমি
কতকিছু ভাবি,
জীবন যুদ্ধে পরাজিত
হয়ে যায় ভুল সবি!
তবু আমি স্বপ্ন দেখি
সুন্দর কোন ভােরে,
তােমাদের কোল পূর্ণকরে
ফিরবাে আবার নীড়ে।
আবার আমায় বুকে টেনে
রাখবে তােমরা কাছে,
শান্তি সুখে ঘুমােতে চাই
তােমাদের কোল ঘেঁষে
কবিতা: ফিরবো আবার।
Reviewed by সম্পাদক
on
রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৯
Rating: