মো:আব্দুল্লাহ,(বগুড়া):
এক জোৎস্নাচ্ছন্ন রাতে হাঁটছিলাম এক জঙ্গলের পাশ দিয়ে।জোৎস্না ভরা আকাশের অপরূপ সৌন্দর্যে নিমিষেই যেনো হারিয়ে গেলাম প্রকৃতির মাঝে।হঠাৎ প্রচন্ড হুঙ্কার এ যেনো ভরে গেলো চারপাশ।থমকে গেলাম আমি অজানা এক আতঙ্কের হাতছানিতে।কৌতুহলী হয়ে ধীরে ধীরে পা বাড়ালাম জঙ্গলের দিকে।লক্ষ্য করলাম জঙ্গলটা বেশ নিস্তব্ধ বৃক্ষ,গাছ-পালা যেনো নেই বললেই চলে।মনে হচ্ছিলো এ যেনো এক সন্তান বিহীন মা এর কোল।ধীরে ধীরে বাড়তে লাগলো হুঙ্কার আর আর্তনাদ এর আওয়াজ।হঠাৎ দেখলাম বৃক্ষ গুলো নড়া-চড়া করছে।আমি বিষয় টা দেখে চমকে গেলাম।অজানা আতঙ্কে গা ছমছম করতে লাগলো।ইন্দ্রিয়গুলো যেনো চঞ্চল হয়ে উঠলো,অাতঙ্ক এ হঠাৎ দৌরে জঙ্গল থেকে বের হয়ে আসতে চেষ্টা করলাম।কিছুক্ষন পর বুঝতে পারলাম আমি বার বার একই জায়গায় ফিরে আসছি।মুখে ফুটে উঠলো তীব্র ভয় এর ছাপ।দম বন্ধ হয়ে আসতে লাগলো।শুনতে পারলাম বৃক্ষ গুলো ডাকছে,এতক্ষন আতঙ্কএর ফলে বিষয়টা খুব একটা ভালোভাবে লক্ষ্য করিনি।তবে স্তির হয়ে বোঝার চেষ্টা করতেই বুঝতে পারলাম বৃক্ষ গুলো বলছে ,"কোথাই যাচ্ছো??পালিয়ে লাভ নেই...কর্মফল সঙ্গে নিবেনা??হা হা হা!!!"
আমি তখন মৃদু স্বরে বললাম ,'মানে?'
গাছ-পালা গুলো অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হাঁসতে লাগলো....
আমি আবার বললাম , "কেনো তোমরা এমন করছো,কি বলতে চাও তোমরা বলো.."।
প্রতিউত্তর ওদের মাঝ থেকে এক প্রকান্ড বৃক্ষ জবাব দিয়ে বললো , "শুনতে চাও আমাদের কথা?"
আমি বললাম ''হ্যাঁ''।
বৃক্ষটা বললো তবে শোনো,
"আমরা বৃক্ষ আমরা নিজেদের সুখ কে তুচ্ছ করে তোমাদের নিয়ে ভাবি,তোমাদের জন্য তোমাদের কল্যানে আমরা কাজ করি নিস্বার্থ ভাবে।তোমাদের সৃষ্ট বিষাক্ত কার্বনডাই অক্সাইড সহ নানা বিষাক্ত গ্যাস যা তোমাদের জন্য হুমকি স্বরুপ সেসব আমরা গ্রহন করি।পরিবেশকে নির্মল রাখি,সজীব রাখি,প্রানবন্ত রাখি।
প্রতিদান স্বরূপ তোমরা আমাদের কি দেও???
একরাশ কষ্ট,ধ্বংস করে দেও আমাদের,নির্বিচারে কেঁটে ফেলো আমাদের।
তোমাদের মনে কী সামান্যতম অনুতাপ বোধ জাগ্রত হয়না??আমাদের আর্তনাদ কী তোমরা শুনতে পাওনা??আমাদের কথা না হয় বাদ দিলাম তোমরা কি তোমাদের ঘনিয়ে আসা অন্ধকার ভবিষৎ এর হাতছানি শুনতে পারছোনা??"
একরাশ লজ্জাবোধে আর অনুতাপে নিস্তব্ধ হয়ে রইলাম।কিছু সময়ের জন্য যেনো সময় টা থমকে গেলো।
হঠাৎ বৃক্ষগুলো বলে উঠলো, " চুপ কেনো? উত্তর দেও"।
মৃদু সূর্যের আলো এসে পরলো চোখে,
বুঝতে পারলাম আমি এক হাতছানির স্বপ্ন দেখছিলাম।স্বপ্নের কথা কল্পনা করতেই আমি যেনো নির্বাক হয়ে গেলাম
এটা হয়তো ভয়ংকর স্বপ্ন। তবে এটা ছিলো প্রকৃতির হাতছানি। যদি আমরা প্রকৃতির হাতছানিকে তুচ্ছ করে এড়িয়ে যাই তবে প্রকৃতি ও আমাদের ক্ষমা করবেনা।আমরা বিলীন হয়ে যাবো অতল অন্ধকারে।
গল্প-প্রকৃতির হাতছানি।
Reviewed by সম্পাদক
on
রবিবার, সেপ্টেম্বর ০৮, ২০১৯
Rating: