বৃষ্টি পড়ছে বাইরে,
আনন্দে গান গাই'রে--
তাই'রে নাই'রে নাই'রে,
যাইব না আজ বাইরে
থাকব স্বপ্ন ঝলকে—
ঘুরব বিশ্ব গােলকে,
নাই'রে চিন্তা নাই'রে,
যাইব না আজ বাইরে।
শীতল বাতাস আহা'রে,
শান্ত জগত বাহা'রে।।
আর কিছুই না চাই'রে,
যাইব না আজ বাইরে৷
ছড়া: বৃষ্টির দিনগুলো ।
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৯
Rating: 5