নিজস্ব প্রতিবেদক:
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০.০০ টাই বগুড়া পৌরপার্ক এ শিশু-কিশোর২৪.কম ও ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল পাঠক ফোরাম,বগুড়া এর আয়োজনে অনুষ্ঠিত হয় সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও ব্যানার স্থাপন কর্মসূচী।
এসময় পাঠক ফোরামের সদস্য সহ বগুড়া জেলা প্রতিনিধি যুবসমাজকে সচেতন করতে সকল শিশু-কিশোরদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং রাস্তার মোড়ে মোড়ে ব্যান্যার স্থাপন করেন ও সর্বশেষ এ কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিশু-কিশোর২৪.কম এর বগুড়া জেলা প্রতিনিধি আবদুল্লাহ।এছাড়াও উপস্থিত ছিলেন পাঠক ফোরামের সদস্য আতিক হাসান,আসওয়াদ সাদী,হাসান শেখ,নাইম ইসলাম,সোনালী আক্তার,সাদিকা আসকা,সাদিকা আফরিন,আফরিনা রহমান,মাহাজাবিন জামান নিধা,নেহা।
বগুড়া জেলা প্রতিনিধি কর্মসূচি শেষে বলেন,আমাদের সকলকে সম্মেলিত ভাবে এগিয়ে আসতে হবে শিশু-কিশোরদের অন্ধকার পথ থেকে সরিয়ে আনতে হবে দেখাতে হবে আলোর পথ।
পাঠক ফোরামের সদস্য আসওয়াদ সাদী বলেন,আমারা সবসময় শিশু-কিশোরদের পাশে থাকতে চাই।
পাঠক ফোরামের সদস্য,আফরিনা রহমান বলেন,পরবর্তীতে আমরা অসহায় পথ শিশুদের নিয়ে কাজ করতে চাই।
সর্বশেষে কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের দ্বারা কর্মসূচি সমাপ্ত হয়।
শিশু-কিশোর২৪.কম পাঠক ফোরাম,বগুড়া এর সচেতনতা মূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত ।
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৯
Rating: