সরকার নাফিজ ইকবাল নিলয়,(ঠাকুরগাঁও):
গভীর রাত।চারিদিকে নিস্তব্ধতা। নিস্তব্ধতার সত্ত্বেও মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসছে হর্ন, কোলাহল,কনস্ট্রাকশন এর শব্দ।কয়েক বছর আগেও এসময় শোনা যেত ঝিঁঝি এর আওয়াজ, জোনাকি,বিচিত্র আড়ম্বরপূর্ণ সকল শব্দ।তবে তা অতীত।
মফস্বল এর এক ছেলে নিবাছ। তার বয়স যখন ন'দশ বছর ছিল, তখন সেও অরূপা বিচিত্র শব্দে অভ্যস্ত ছিল।সে রাতে বারান্দায় দাঁড়িয়ে নিবিড় মনে ভাবছে, তখন কত বিচিত্রতা ছিল। আর আজ।। এরপর বিছানায় গেল ঘুমোতে। কাল সকালে উঠতে হবে, স্কুল আছে।তাছাড়া গুরুত্বপূর্ণ ক্লাসও আছে।
কয়েকদিন পরই পরীক্ষা।
পরদিন সকাল সকাল উঠেই যাবতীয় কাজকর্ম শেষে স্কুলের উদ্দেশ্যে রওনা হতে হতেই সে আবার রাতের বিষয় নিয়ে ভাবতে শুরু করল। সে চারিদিকে দেখছে, নিজেকে প্রশ্ন করছে। ‘বাবার কাছে শুনেছিলাম আগে কত গাছগাছালি ছিল চারদিকে আর আজ যেন কিছুই নেই! কিন্তু কেন?’
ক্লাসে সে তার সহপাঠীদের বলে।কেউ তাকে পাত্তাই দেয় না। বলে পরীক্ষা আছে, এত সব ভাবার সময় নাই। কেন উত্তর তার আর পাওয়া হয়ে ওঠে না।
আবার সেই রাত। সে আপন চিত্তে ভাবছে তো ভাবছেই।এমন সময় সে হঠাৎ চমকে উঠল। “নিবাছ শুনছো...শুনছো...” তাকে কারা যেন ডাকছে।
কিছুটা ভীত স্বরে বলল, কে?কে কথা বলছেন? কিন্তু আওয়াজ আর এল না।দীর্ঘক্ষণ পর নিজেকে আবিষ্কার করল এক বিস্তৃত খোলা সবুজ মাঠে। চারিদিকে যেন প্রকৃতির সব উপাদান সে দেখতে পাচ্ছে। সাখে রয়েছে বিচিত্র সকল শব্দ।
আবার সেই স্বর, "কি ভাবছো? কোথায় এলাম? এমন কিছুই তো তুমি আশা করেছিলে নাহ্!!"
‘না মানে আমি এখান কি করে এলাম? আর এই সৌন্দর্য আমি অন্য সময় পাই না কেন?’
“কারণ মানুষ এখন সভ্য হচ্ছে, আধুনিক হচ্ছে। কারণ মানুষের স্বার্থপরতা, কাণ্ডজ্ঞানহীনতা,কটু দৃষ্টিভঙ্গি। তাদের জন্যই আমরা আজ হুমকির সম্মুখীন। “
‘আমি কার সাথে কথা বলছি।‘ “তুমি কথা বলছো তোমার চিন্তার সাথে প্রকৃতির সাথে। জেনে রাখো তোমাদের জন্য ই আজ এত সমস্যার উদ্ভব। ঋতু বৈচিত্র্যতা কমে এসেছে। আর সমস্যার মাঝে পরছি আমরা। তোমাদের এত অপ্রয়োজনীয় উচ্চাভিলাষী জীবনযাত্রার জন্যই আজ এই বিপর্যয়। যার জন্য তুমি রাতের সেই নিস্তব্ধতা অনুভব করতে পারছো না।মানুষ তার শেকড়কে ভুলে গেছে।ভুলে গেছে তাদের অবলম্বনকে। তাই শিক্ষিত হয়েও তারা আজ মূর্খ।“
"এই নিবাছ ওঠ্ ওঠ্ সকাল হয়েছে। স্কুলে যাবি না।'
এ তাহলে স্বপ্ন ছিল?
ঘুমের মাঝে এত সব প্রশ্নের উত্তর পেয়ে উপলব্ধি করল, তার সেই অভিজ্ঞতার জন্য দায়ী, তার মতো লাখো নিবাছের উচ্চাভিলাষী জীবনযাত্রার। যার জন্য ধ্বংস আমাদের প্রকৃতির,আমাদের।
গল্প: শেকড়।
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, সেপ্টেম্বর ০৬, ২০১৯
Rating: