-->

"স্কুল ব্যাগ"- শফিয়ার রহমান।


বিশেষ প্রকাশনা:
সময়ের পরিবর্তনের সাথে সাথে আচার , আচরণ,শিক্ষা , চিন্তা , চাওয়া-পাওয়া, পোশাক-পরিচ্ছদ একথায় অনেক কিছুর পরিবর্তন ঘটে ৷ এই পরিবর্তন ধীরে ধীরে হয় বলে আমরা বুঝতে পারি না ৷ আমরাও ধীরে ধীরে খাপ খাইয়ে নেই ৷  যেমনিভাবে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ও  ঋতু পরিবর্তন এর সাথে খাপ খাইয়ে চলি ৷ কিন্তু যখন আমরা অতীতের সাথে তুলনা করি তখন এই পরিবর্তন বুঝতে পারি ৷  পরিবর্তন অবশ্যই কাম্য যদি তা ধনাত্মক হয় ৷ ঋণাত্মক পরিবর্তনে  ধ্বংস অনিবার্য ৷

 আমরা  যখন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়তাম তখন খালি পায়ে বিদ্যালয়ে যেতাম ৷ এর কারণ রাস্তায় প্রচুর ধুলা বালি অথবা কাদা ছিল কিংবা রাস্তায় বিভিন্ন জায়গায় পানি পার হয়ে যেতে  হত ৷ ফলে স্যান্ডেল বা জুতা পরে যাওয়ার সুযোগ  অধিকাংশের ছিল না ৷ ফুলপ্যান্টও পরে যাওয়া যেত না ৷ হাফপ্যান্ট , লুঙ্গি অথবা ঢিলেঢালা পাজামা পরে যেতে হত ৷ এখন অধিকাংশ বিদ্যালয়ে এটা কল্পনাও করা অসম্ভব ৷

এখন বিদ্যালয়ে শিক্ষার্থীরা ব্যাগ নিয়ে আসে। শিক্ষা উপকরণ নিরাপদে রাখার জন্য। যখন আমরা বিদ্যালয়ে পড়েছি, বিদ্যালয়ে কোনো ছাত্র বা ছাত্রী ব্যাগ নিয়ে এসেছে এমনটি চোখে পড়েনি। তখন বিদ্যালয়ে যাওয়া সকল শিশুদের ভাগ্যে জোটেনি ৷ যাঁদের আর্থিক সামর্থ্য ছিল কিংবা সন্তানকে শিক্ষিত করার মত মন মানসিকতা ছিল, তাঁরাই তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতেন ৷ এজন্য বলব যে ব্যাগ কেনার সামর্থ্য ছিল না বলে ব্যাগ কিনে দিতেন না, এমনটি নয় ৷ আবার এমনটিও হতে পারে গ্রামের শিক্ষার্থীরা ব্যাগ নিয়ে বিদ্যালয়ে যেত না, শহরের শিক্ষার্থীরা ব্যাগ নিয়ে যেত ৷ আমার ঐ বয়সে শহরের বাস্তবতা জানা সম্ভব ছিল না ৷ আমার এ কথাটি গ্রামের শিক্ষার্থীদের বাস্তবতার আলোকে লেখা৷

 বিদ্যালয়ে ব্যাগ এর প্রয়োজনীয়তা আছে কি ? স্কুলব্যাগ কি শিক্ষা উপকরণের উপাদান?  স্কুল ব্যাগ না থাকলে কি শিক্ষার্থীর শিক্ষা অর্জনে অসুবিধা হয়?   বর্তমান প্রেক্ষাপটে  একজন শিক্ষক হিসেবে আমার  মনে এই প্রশ্নগুলো ভাবায় ৷  স্কুলব্যাগের জন্য বই, নাকি বই এর জন্য স্কুলব্যাগ - বুঝতে পারছি না । শ্রেণিতে সব ছাত্রের কাছে ব্যাগ থাকে, কিন্তু সব ব্যাগে পাঠ্য বই থাকে না।

স্কুল ব্যাগ এর প্রয়োজনীয়তা আছে কি না এ বিষয়ে পক্ষে বিপক্ষে অসংখ্য যুক্তি আছে ৷ আমি সে বিষয়ে কোনো পক্ষ নিয়ে লিখছি না ৷ আমি যে বিষয়টি নিয়ে লিখছি  সেটি হচ্ছে শিক্ষা উপকরণ কি না? স্কুল ব্যাগ শিক্ষা উপকরণের মধ্যে পরে না ৷ তবে শিক্ষা উপকরণকে সহজে বহন ও নিরাপদে রাখার সুব্যবস্থা মাত্র ৷ স্কুল ব্যাগ না থাকলে পাঠ গ্রহণে কোনো সমস্যা হয় না ৷ ধরুন, শ্রেণিতে শিক্ষার্থীর কাছে ব্যাগ আছে, শিক্ষক যে  বিষয়ে পাঠদান করছেন , সে বইটি নেই ৷  সেক্ষেত্রে শ্রেণিতে স্কুল ব্যাগ এর প্রয়োজনীয়তা কতটুকু ? আবার এর বিপরীত যদি হয় অর্থ্যাৎ বই আছে ব্যাগ নেই, এতে কি শিক্ষার্থীর পাঠ গ্রহণে সমস্যা হবে ?  সমস্যা হবে না ৷ 

 এর সমাধানের জন্য গবেষণার প্রয়োজন পরে না ৷ একবাক্যে বলা যায় , শ্রেণিতে ব্যাগ নয়, বই  প্রয়োজন৷

বিদ্যালয়ে শিক্ষার্থীর ব্যাগ এখন একটি সমস্যা ৷ আমার এই বাক্যের সাথে অনেকে একমত হবেন,  আবার অনেকে ভিন্ন মত পোষণ করবেন ৷ কেন স্কুল ব্যাগ সমস্যা তার দু' একটি টি উদাহরণ তুলে ধরছি ৷

মাধ্যমিক বিদ্যালয়ের একটি বড় সমস্যা মোবাইল ফোন ৷ শিক্ষক ক্লাস নিচ্ছেন,  শিক্ষার্থী এন্ড্রয়েড মোবাইল নিয়ে চুপি চুপি গেম খেলছে কিংবা ছবি দেখছে ৷ শিক্ষক দেখে ফেললে মোবাইল ফোনটি নিয়ে নেন ৷ অভিভাবককে ডেকে সন্তানের মোবাইল ফোন ব্যবহারের কথা বলেন ৷ তার সন্তান যেন এটি বিদ্যালয়ে নিয়ে না আসে সেটি বুঝিয়ে বলেন ৷ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অভিভাবকেই ঐ মোবাইল কিনে দিয়েছেন ৷ স্কুলে মোবাইল ব্যবহারে কড়াকড়ি নিষেধ থাকলেও ব্যাগে বহন করার জন্য বন্ধ করা সম্ভব নয় ৷  

 অনেকে স্কুল ব্যাগের মধ্যে আলাদা পোশাক নিয়ে আসে ৷ বাসা থেকে বিদ্যালয়ে আসার কথা বলে বের হয়ে পোশাক পরিবর্তন করে বিদ্যালয় ফাঁকি দিয়ে বিভিন্ন ভাবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ায় ৷ অনেকের কাছে ব্যাগ সার্চ করে লোহার রড , চাকু, সিগারেট সহ নানা ধরনের বস্তু পাওয়া যায় ৷ যা থেকে শিক্ষার্থী ধীরে ধীরে অসামাজিক কাজে যুক্ত হওয়ার সুযোগ পায় ৷ স্কুল থেকে পালানোর জন্য জানালা দিয়ে বাইরে ব্যাগটি ফেলে দিয়ে বাইরে গিয়ে তা নিয়ে চলে যায় ৷ এভাবে ব্যাগ ছাড়া বই  ফেলে দিয়ে পালানো কঠিন ৷ বই খাতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ৷  অনেক সময় শ্রেণিকক্ষে শিক্ষক থাকা অবস্থায় মোবাইল  ব্যবহার করে ব্যাগের ভিতরেই মোবাইল থাকে ৷ ব্যাগের মুখ আলতো করে দেখতে থাকে ৷ শিক্ষক কাছে আসলে  হাতটি সরিয়ে নেয় ৷ বোঝার উপায় থাকে না সে ক্লাস করছে না কি মোবাইলে  ছবি দেখছে ৷ আবার অনেক সময় খালি ব্যাগে ইট বা অন্য কোনো ভারি  বস্তু রেখে মারামারির অস্ত্র হিসাবে ব্যবহার করে ৷ শিক্ষকের পক্ষে সার্বক্ষণিক তদারকি করা সম্ভব নয় ৷ বই বা শিক্ষা উপকরণ সুবিধাজনকভাবে বহন করার জন্য ব্যাগ নিয়ে আসে , দেখা যায় ব্যাগের মধ্যে সেই বই বা শিক্ষা উপকরণই নেই ৷ তাহলে ব্যাগের কি প্রয়োজন ?  ব্যাগের মধ্যে পানির বোতল , খাবার দিয়ে ভর্তি ৷ যে ব্যাগে বই খাতাপত্র থাকার কথা সেখানে বই খাতার খবর নেই ৷   আবার দেখা যায় শিক্ষক  শ্রেণিতে পাঠদান করছেন বা লিখতে দিচ্ছেন তখন ব্যাগের বিভিন্ন চেন খুলে পকেটে কলম বা খাতা বা বই খুঁজছেন ৷ খুঁজতেই কয়েক মিনিট সময় নষ্ট হয়ে যায় ৷   পরীক্ষা দিতে এসেছে ৷ পিঠে ব্যাগ ৷  পরীক্ষা দিতে পরীক্ষার্থীর ব্যাগের কি প্রয়োজন ? শিক্ষক এই ব্যাগ নিয়ে হয়ত পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দিচ্ছেন না ৷  তখন তারা ব্যাগগুলো বারান্দায় অথবা টেবিলে রাখছে ৷ তাদের বাবা মা কি পরীক্ষা দেননি? তারা কি নিজের একটি ছেলে বা মেয়ের জন্য ব্যাগ নিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না , এটুকু বুঝাতে পারেন না? না কি তারাও মনে করেন পরীক্ষা দিতে ব্যাগ প্রয়োজন-অভিভাবকবৃন্দের কাছে এ প্রশ্ন রেখে গেলাম।

শিক্ষার্থীর সামনে ব্যাগ আছে ৷ ব্যাগের ভিতর বই নাই ৷ আবার অন্য কিছুই নাই ৷ এটির কারণ স্কুল থেকে পালিয়ে যাওয়ার একটি উপায় ৷ বাড়িতে অভিভাবক দেখলেন তাঁর সন্তান কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে গেল ৷ কিংবা  অভিভাবক স্কুল পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে নিশ্চিত থাকলেন সন্তান স্কুলে ৷ এদিকে তাঁর সন্তান প্রথম ঘন্টায় হাজিরা দিয়ে তার বন্ধুর ব্যাগের মধ্যে শূন্য ব্যাগটি রেখে স্কুল থেকে চলে গেল ৷ ছুটির সময় কিংবা বন্ধুর বাড়ি থেকে ব্যাগটি নিয়ে বাড়িতে উপস্থিত হলো ৷ এভাবে দিনের পর দিন স্কুল ফাঁকি দিয়ে ধ্বংসের পথে ধাবিত হয় ৷ কাঁধে ব্যাগ না থাকলে বুঝার উপায় থাকে না যে সে পালিয়ে যাচ্ছে ৷  ব্যাগের মধ্যে বই  পানির বোতল , টিফিনবক্সসহ টিফিন , খেলার  ব্যাটবল , বল বা  অন্য কোনো ভারী খেলার জিনিস  স্থান করে নেয় ৷ এর ওজন বেশি হওয়ায় মেরুদন্ডের উপর চাপ পরে ও আস্তে আস্তে মেরুদন্ড বাঁকা হতে থাকে ৷ এর পরিণাম ভয়াবহ ৷  ব্যাগ থাকার কারণে কম্পিউটার কিংবা সায়েন্স ল্যাব এর যন্ত্রাংশ কিংবা উপকরণ যা তার কাছে আকর্ষণীয় ও প্রয়োজনীয় মনে হয়, তা অনেক সময়  চুরি করতে পারে ৷ শিক্ষকের পক্ষে এত খেয়াল করার সময় ও পরিবেশ থাকে না ৷ 

 নিজের জিনিষ নিজে গুছিয়ে রাখার অভ্যাস একদিকে যেমন ভালো অন্যদিকে স্বার্থপর হওয়ার মনোভাব তৈরি করে ৷ একজন বন্ধুর কলমের কালি শেষ হয়েছে , অন্য বন্ধুর কাছে অতিরিক্ত কলম আছে কি না জানতে চাইলে বা সহযোগিতা চাইলে অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা বলার সুযোগ পায় ৷ সহপাঠীর সাথে সহপাঠীর বিনিময়ের মনোভাব থেকে দূরে রাখতে সহায়তা করে ৷

স্কুল ব্যাগের ব্যবহারে অনেক সুবিধা থাকলেও শিশুর উদার মানসিকতা, সামাজিকীকরণসহ সুশিক্ষার ঘাটতি হয় ৷ শিক্ষা নয় সুশিক্ষার জন্য সকল ছোটখাটো বিষয়কে তুচ্ছ না ভেবে সংস্কার করে সুশিক্ষিত করার বিষয়ে সতর্ক থাকাই উত্তম ৷ সংশ্লিষ্ট সকলের সহবিশ্ব ছাড়া তা অর্জন অসম্ভব ৷ 

লেখা:-  
সহকারী শিক্ষক,
রংপুর জিলা স্কুল,রংপুর 
"স্কুল ব্যাগ"- শফিয়ার রহমান। "স্কুল ব্যাগ"- শফিয়ার রহমান। Reviewed by সম্পাদক on রবিবার, আগস্ট ১৮, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.