-->

ছড়া:বর্ষা এলো।


ছড়া:বর্ষা এলো
লেখা: মো:শাওন, (পাবনা)

বর্ষা এলো ফর্সা হলো
নদী-নালা খাল-বিল
বর্ষা এলো জলসা হলো 
রাস্তা-ঘাটে নাই মিল। 

বর্ষা এলেই পড়ছে পাড়ায় 
তালের পিঠার ধুমধাম।
বর্ষা এলেই চুপসে সবাই
নাই যে কোনো কাজকাম।
বর্ষা এলেই উপচে পড়ে
নদী ভরা জল-
মাছের নেশায় ছুটছে
সবাই করছে কোলাহল।
ছড়া:বর্ষা এলো। ছড়া:বর্ষা এলো। Reviewed by সম্পাদক on শুক্রবার, আগস্ট ০৯, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.