-->

বগুড়ায় বৃক্ষরোপন দিয়ে যাত্রা শুরু শিশু-কিশোর২৪.কম পাঠক ফোরামের।


নিজস্ব সংবাদদাতা:
আজ ৬ আগস্ট সোমবার সকাল ১১টায় বগুড়া পৌর পার্কে বৃক্ষরোপনের মাধ্যমে যাত্রা শুরু করলো শিশু-কিশোর২৪.কম ত্রৈমাসিক শিশু-কিশোর হালচাল পাঠক ফোরাম ।
এসময় বগুড়া পৌর পার্কে আম, জাম ও কৃষ্ণচূড়া সহ বেশ কিছু গাছের চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিশু-কিশোর২৪.কম এর বগুড়া প্রতিনিধি আবদুল্লাহ । এছাড়াও উপস্থিত ছিলেন পাঠক ফোরামের সদস্য নাইম ইসলাম,আতিক হাসান,রাইসুল ইসলাম,সাইফ অাল সাহাফ,মাহিন ইসলাম ,গোলাম শাহরিয়ার, মাহজাবিন জামান নিধা ,ইয়াসমিন অাক্তার লাকী এবং সামিউল আলম।
বৃক্ষরোপন শেষে তারা গাছে খুটি স্থাপন করে সদস্যবৃন্দ । এরপর সকলে পাঠক ফোরামের পরবর্তী কর্মসূচী নিয়ে আলোচনা করেন সদস্যবৃন্দ ।
বগুড়া প্রতিনিধি আবদুল্লাহ বলেন, "বৃক্ষরোপনের মধ্য দিয়ে আমরা পাঠক ফোরামের কার্যক্রম শুরু করলাম । এরপর থেকে আমরা নিয়মিত সমাজ সেবা মূলক কার্যক্রম চালিয়ে যাব।"
পাঠক ফোরামের সদস্য মাহজাবিন জামান নিধা বলেন,"শিশু-কিশোর২৪.কম পাঠক ফোরামের সাথে যুক্ত হতে পেরে ভাল লাগছে। আশা করছি এর সকল কার্যক্রমে অংশগ্রহন করতে পারবো।"

বগুড়ায় বৃক্ষরোপন দিয়ে যাত্রা শুরু শিশু-কিশোর২৪.কম পাঠক ফোরামের। বগুড়ায় বৃক্ষরোপন দিয়ে যাত্রা শুরু শিশু-কিশোর২৪.কম পাঠক ফোরামের। Reviewed by সম্পাদক on মঙ্গলবার, আগস্ট ০৬, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.