-->

ছড়া:খুকীর বইপড়া।



ছড়া:খুকীর বইপড়া।
লেখা: দীপিকা রায়,(রংপুর)

ছোট্ট খুকি পড়তে বসে
আঁকে ব্যাঙের কান,
মায়ের পায়ের শব্দ পেলে
করে পড়ার ভান।
মায়ে গেলে আপন কাজে,
ছোট্ট খুকি বিড়াল সাজে;
 মায়ে যখন এসে বলে
পড়ার হিসেব দাও,
খুকি তখন মুখ বাঁকিয়ে
ডাকে ম্যাও ম্যাও।
ছড়া:খুকীর বইপড়া। ছড়া:খুকীর বইপড়া। Reviewed by সম্পাদক on বুধবার, আগস্ট ০৭, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.