কবিতা: হাতছানি।
লেখা: আব্দুল্লাহ,(বগুড়া)।
ওহে শুনে যাও
একদিন লাল গােলাপের
আর্তনাদ এ,
ভরে যাবে চারপাশ।
শিমুলের রক্ত মাখা নিস্তব্ধ গন্ধে,
ছেয়ে যাবে চারপাশ।
প্রকান্ড বাজ পাখিটি ও ক্ষমা
চাইবে,
ছােট্ট চড়ুই পাখির কাছে৷
মিশে যাবে একদিন,
সব অহংকার শূন্যেরই মাঝে
যদি যাও অন্ধকারে একবার
হারিয়ে,
ফিরে পাবেনা আর ফেলে আসা
প্রানবন্ত সময়টাকে৷
সময় থাকতে ফিরে এসাে সঠিক
স্রোতে,
রঙিন পথের দিশার সাথে।
লেখা: আব্দুল্লাহ,(বগুড়া)।
ওহে শুনে যাও
একদিন লাল গােলাপের
আর্তনাদ এ,
ভরে যাবে চারপাশ।
শিমুলের রক্ত মাখা নিস্তব্ধ গন্ধে,
ছেয়ে যাবে চারপাশ।
প্রকান্ড বাজ পাখিটি ও ক্ষমা
চাইবে,
ছােট্ট চড়ুই পাখির কাছে৷
মিশে যাবে একদিন,
সব অহংকার শূন্যেরই মাঝে
যদি যাও অন্ধকারে একবার
হারিয়ে,
ফিরে পাবেনা আর ফেলে আসা
প্রানবন্ত সময়টাকে৷
সময় থাকতে ফিরে এসাে সঠিক
স্রোতে,
রঙিন পথের দিশার সাথে।
কবিতা: হাতছানি।
Reviewed by সম্পাদক
on
সোমবার, আগস্ট ২৬, ২০১৯
Rating: