কবিতা: সো কল্ড সমাজকে দেখাই বুড়ো আঙুল
লেখা: মুনতাসির রাব্বি
আজ ছেলেটা কাঁদছে, তবে ছোট্টবেলার সেই খোকার মতো ঠোঁট ফুলিয়ে নয়।
ঠোঁট কাপিয়ে...
আওয়াজটাও সেই আগের মতো নয়,
লুকিয়ে কাঁদা যাকে বলে আর কি।
ছেলেটা কৈশোরেও কাঁদলো শিশুকালেও কাঁদলো আবার যৌবনেও।
কি অদ্ভুত এক সমাজ, কি অদ্ভুত এক শিক্ষাব্যবস্থা!
এই ছেলেটা কৈশোরেরই কোনো এক নির্ঘুম রাতে ভেবেছিল- পরিবার, বাস্তবতা আর এই সো কল্ড সমাজ ব্যবস্থাকে নিয়ে।
নির্বাচনও করেছিল অনেকগুলো মুখ্য সমস্যা।
শুধু যে সমস্যা খুঁজে পেয়েছিল তা নয়, সমাধানেরও পথ পেয়েছিল।
শুধু অভাব ছিল একটা রাজ্যের!
রাজ্যের পথেও হাঁটছিল, কিন্তু ঐ যে বললাম অদ্ভুত শিক্ষাব্যবস্থার কথা!
ওটাই, ঐ ওটাই বাধা হয়ে দাড়ালো।
দু'গালে দুটো চাপড় দিয়ে বললো -
এদেশে শিক্ষাঅর্জন মানে জিপিএ ৫ পাওয়া, আর না পাওয়া মানে তুমি আলু ভর্তা নয়তো ময়লার স্তূপের পঁচা দুর্গন্ধ!
এদেশের শিক্ষাব্যবস্থা ফুপিয়ে ফুপিয়ে কাদেঁ
আর বলে- আমি 'শিক্ষা' অনেক আগেই
আমার সত্তা কে হারিয়েছি এখন বাকি আছে শুধু মানব সত্তাকে হারানো!
এতো কিছু শুনেও ছেলেটা সেই কল্পনার রাজ্যের কথা ভোলেনি!
বরং কল্পনা টা এখন সে জেদে পরিনত করেছে।
তাইতো আমাদের এই সো কোল্ড নামক সমাজব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে ছেলেটা ছুটতে শুরু করেছে
নতুন করে বাঁচতে শুরু করেছে।
লেখা: মুনতাসির রাব্বি
আজ ছেলেটা কাঁদছে, তবে ছোট্টবেলার সেই খোকার মতো ঠোঁট ফুলিয়ে নয়।
ঠোঁট কাপিয়ে...
আওয়াজটাও সেই আগের মতো নয়,
লুকিয়ে কাঁদা যাকে বলে আর কি।
ছেলেটা কৈশোরেও কাঁদলো শিশুকালেও কাঁদলো আবার যৌবনেও।
কি অদ্ভুত এক সমাজ, কি অদ্ভুত এক শিক্ষাব্যবস্থা!
এই ছেলেটা কৈশোরেরই কোনো এক নির্ঘুম রাতে ভেবেছিল- পরিবার, বাস্তবতা আর এই সো কল্ড সমাজ ব্যবস্থাকে নিয়ে।
নির্বাচনও করেছিল অনেকগুলো মুখ্য সমস্যা।
শুধু যে সমস্যা খুঁজে পেয়েছিল তা নয়, সমাধানেরও পথ পেয়েছিল।
শুধু অভাব ছিল একটা রাজ্যের!
রাজ্যের পথেও হাঁটছিল, কিন্তু ঐ যে বললাম অদ্ভুত শিক্ষাব্যবস্থার কথা!
ওটাই, ঐ ওটাই বাধা হয়ে দাড়ালো।
দু'গালে দুটো চাপড় দিয়ে বললো -
এদেশে শিক্ষাঅর্জন মানে জিপিএ ৫ পাওয়া, আর না পাওয়া মানে তুমি আলু ভর্তা নয়তো ময়লার স্তূপের পঁচা দুর্গন্ধ!
এদেশের শিক্ষাব্যবস্থা ফুপিয়ে ফুপিয়ে কাদেঁ
আর বলে- আমি 'শিক্ষা' অনেক আগেই
আমার সত্তা কে হারিয়েছি এখন বাকি আছে শুধু মানব সত্তাকে হারানো!
এতো কিছু শুনেও ছেলেটা সেই কল্পনার রাজ্যের কথা ভোলেনি!
বরং কল্পনা টা এখন সে জেদে পরিনত করেছে।
তাইতো আমাদের এই সো কোল্ড নামক সমাজব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে ছেলেটা ছুটতে শুরু করেছে
নতুন করে বাঁচতে শুরু করেছে।
কবিতা: সো কল্ড সমাজকে দেখাই বুড়ো আঙুল।
Reviewed by সম্পাদক
on
রবিবার, আগস্ট ২৫, ২০১৯
Rating: