-->

কবিতা- তুমি আর কবিতা পড়বে না বলতেই।

কবিতা- তুমি আর কবিতা পড়বে না বলতেই।
লেখা- মাে:শাওন,(পাবনা):

তুমি আর কবিতা পড়বে না বলতেই, পৃথিবীর,
সমস্ত বৃক্ষপাতা হঠাৎ হলুদ হয়ে গেলাে।পাখিরা
ভুলে গেলাে নিজস্ব বােল, আর ফুলে ফুলে মড়ক
লেগে সমস্ত বাগান এলােমেলাে।

তুমি আর কবিতা পড়বে না বলতেই, সমস্ত
আলাে নিভে গেলাে, মুহূর্তে সব অন্ধকার।
অগুছালাে করণকার্যে পৃথিবী অস্থির, শুনতে
পাই সমস্ত মাটির বুকে জলের হাহাকার।

তুমি আর কবিতা পড়বে না বলতেই, শব্দেরা সব
নীরবে ঘুমিয়ে গেলাে শেষের রাতে। তুমি আর
কবিতা পড়বে না বলতেই, পৃথিবীর সমস্ত মুগ্ধতা
উধাও, সূর্য নাই প্রভাতে।
তুমি আর কবিতা পড়বে না বলতেই- ভুলে যাই।
মানুষ জন্ম, কবি আর কবিতায় নেই।
কবিতা- তুমি আর কবিতা পড়বে না বলতেই। কবিতা- তুমি আর কবিতা পড়বে না বলতেই। Reviewed by সম্পাদক on শনিবার, আগস্ট ২৪, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.