-->

গল্প: চা চক্রান্ত ।


মিদহাদ আহমদ,(সিলেট):

এনি,তান্নি ও তিন্নি। তিন বোন।এনি বড়।ক্লাস টেনে পড়ে।তান্নি আর তিন্নি ক্লাস ফাইভে।তবে তারা জমজ নয়।লোকে তাদেরকে জমজ বলে।তান্নি এক বছরের বড় আর তিন্নি ছোট।পড়তে সুবিধা হবে বলে,বাবা তান্নি আর তিন্নিকে এক ক্লাসে ভর্তি করিয়ে দেন।সেই থেকেই তান্নি আর তিন্নি জমজ দুই বোন।
পড়াশোনায় ও দুজন একই রকমের ভালো।দেখতেও হুবহু জমজের মতো।কাপড় চোপড় সহ সবকিছুই একই রকমের পড়ে।
একদিন বিকালবেলা।
মায়ের সাথে,এনি, তান্নি ও তিন্নি খালামনির বাসায় যায়। খালামনির বাসায় গিয়ে তান্নি ও তিন্নির একই বায়না।তারা দুজনেই আজ চা খাবে।
এনি বেকে বসলো।সে বললো,
বাহ,রে।চা খাবি তোরা?
তান্নি বলে উঠলো,
আপু,খাই না আজকে।প্লিজ।বাসায় তো কখনোই খাই না।আর চায়ের স্বাদ কেমন তাও জানি না।
তিন্নি বললো,
আপু,আমার বান্ধবী যে টুসি,সেও চা খায়।চা খেলে নাকি বড় হওয়া যায়।
এনি বললো,
না।কখনোই না।পাশে থেকে খালামনি বলে উঠলেন,
আরে এনি,থাকনা।বাচ্চা দুটো বায়না ধরেচে,তো খেয়ে দেখুক একবার।আর এরা তো বাসায় প্রতিদিন খায় ও না চা।
এনির মাও বললেন,থাক এনি।আজকে আমার মেয়ে দুটো চা খেয়ে দেখুক ।
পাশে থেকেই ইয়েস ইয়েস চা খাবো,চা খাবো বলে তান্নি আর তিন্নি চিৎকার করে উঠলো।
এনি কিচ্ছু বললো না।খালামনি চা বানাতে গেলেন।এনিও পিছু পিছু গেলো।একটু পর খালামনিকে বললো,
তুমি গিয়ে বসো।আমি চা নিয়ে আসি।
খালামনি বসার ঘরে চলে গেলেন।
এনি পাঁচ কাপ চা নিয়ে আসলো।এনির এক কাপ,তান্নি আর তিন্নির দুই কাপ,এক কাপ খালামনির আর আরেক কাপ তার মায়ের।সবার হাতে হাতে চায়ের কাপ তুলে দিলো এনি।তান্নি আর তিন্নি খুব খুশীতে চায়ের কাপ হাতে নিলো।
চা মুখে দিয়েই তান্নি আর তিন্নি বলে উঠলো,
ওয়াক,থু। এ কেমন চা।
মা বললেন,
চা তো এমনই হয়।আমাদের তো ঠিকঠাক আছে।খালামনিও বললেন,কেনো?চা তো এমনই।
এনি বললো,
আরে তান্নি, তিন্নি তোরা তো চা খেতে অভ্যস্ত নস।চা এমনই হয়।
তান্নি তিন্নি একসাথে বললো, না না।এইটা মানুষ কেমনে খায়।জীবনের আর চা খাবো না।
এনি দূর থেকে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসলো।মনে মনে বললো, আমিও ক্লাস এইটে উঠার পর চা খেয়েছি।তোরা এত সহজে চা খাবি এমনটা হবে না।
কেউ জানে না,এনি চায়ের কাপে চিনির বদলে লবণ মিশিয়ে দিয়েছিলো।
গল্প: চা চক্রান্ত । গল্প: চা চক্রান্ত । Reviewed by সম্পাদক on শনিবার, আগস্ট ৩১, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.