-->

ছড়া: প্রতিফল।





ছড়া: প্রতিফল ।
লেখা:দীপিকা রায়।

নিত্য মায়ের তিক্ত বকা
আর লাগে না ভালো,
তাইতো পাখি উড়াল দিল
ফুটলে ভোরের আলো।
দেখতে তাকে পায়নি মায়ে
ছিল ঘুমের ঘোরে,
সেই ফাঁকে সে সুযোগ বুঝে
দিল উড়াল জোরে।
ছোট্ট ছানা শিখছে কেবল 
একটুখানি উড়া,
তবুও মানা শুনবে নাকো
দেখবে অাকাশচূড়া।
কিন্তু পাখির ঠ্যাং ভেঙেছে
 ধাক্কা খেয়ে ডালে,
বলছে পাখি আর যাব না 
বেজায় কাতর হালে।
ছড়া: প্রতিফল। ছড়া: প্রতিফল। Reviewed by সম্পাদক on বুধবার, জুলাই ২৪, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.