-->

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট।




মিজু সরকার হৃদয়,(রংপুর):

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৯ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী( কারিগরি) সুরঞ্জন দাস ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি র.প.ই। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আজ শনিবার ০৬-০৭-১৯ "বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে রংপুরের ডিসি মোড় প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস এর সামনে দিয়ে পুনরায় কলেজে প্রবেশ করেন। জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৯ এ জাতীয় পর্যায়ে সারাদেশে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ইভেন্টে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট নির্বাচিত হয় উল্লেখ্য যে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৯ এ উপজেলা জেলা এবং বিভাগীয় প্রতিযোগিতায় সফলতার সাথে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) ইভেন্টে- মহাদেব কুমার গুন, জুনিয়র ইন্সট্রাক্টর ও রোভার স্কাউট লিডার, শ্রেষ্ঠ লোক নিত্য ইভেন্টে- মোঃ ডাবলু মিয়া, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ইভেন্টের -রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট।

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেষ্ঠত্ব অর্জনে সুযোগ্য অধ্যক্ষ প্রকৌশলী জনাব খালেদ হোসেন এর নেতৃত্বে সকল শিক্ষার্থী ,শিক্ষক, কর্মচারিদের অবদান অপরিসীম। এ অর্জনে রংপুর পলিটেকনিক কারিগরি অঙ্গনে সুবিশাল স্থান পেয়েছে।

উল্লেখ্য ২০১৮ সালের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার (মোঃ আশিকুর রহমান ) রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অর্জন ছিলো।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। Reviewed by সম্পাদক on শনিবার, জুলাই ০৬, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.