-->

রংপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বই মেলা শুরু।


"বই কিনুন, বই পড়ুন, আলোকিত হোন" এই স্লোগান নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে রংপুরে শুরু হয়েছে ভ্রাম্যনান বই মেলা।
আজ ১২ জুলাই রংপুর পাবলিক লাইব্রেরী হল রুমে মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ১৬ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও সংস্কৃতিকর্মীগণ। এ সময় অতিথিগণ এমন আয়োজনের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র কে সাধুবাদ জানান।

বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনিয়র ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, “২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে এই ভ্রাম্যমাণ বই মেলা  দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে দেশি বিদেশি ১৫০টি প্রকাশনীর প্রায় ১০ হাজারের বেশি বই আছে।”
রংপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বই মেলা শুরু। রংপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বই মেলা শুরু। Reviewed by সম্পাদক on শুক্রবার, জুলাই ১২, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.