মো: আব্দুল্লাহ , (বগুড়া):
একটা সময় ছিলো যখন দিন গুলো ছিলো হাঁস্যজ্জল প্রানবন্ত। ছিলোনা কোন কৃত্রিমত্তার বেরা জাল। সবাই মিলে একসাথে মাততাম হাঁসি-ঠাট্টায় আনন্দের হুল্লরে। দুঃখ কষ্ট ভাগ করতাম সবাই মিলে একসাথে হাত এ হাত মিলিয়ে। মেতে থাকতাম বাস্তবতার মাঝে অকৃত্রিম প্রানবন্ত এক রাশ হাঁসি নিয়ে।
আজ আমরা হারিয়ে গেছি কৃত্রিমত্তার মাঝে মিথ্যে হাঁসির অন্তরালে, ভুলে গেছি যেনো প্রান খুলে হাঁসতে, ভুলে গেছি যেনো গল্পের সুরে সকলকে নিয়ে চা এর আড্ডায় মাততে, ভুলে গেছি যেনো জীবনকে উপভোগ করতে, ভুলে গেছি জীবনের আসল মানে। সেজেছি যেনো রোবট এর রূপে যান্ত্রিকতাকে সঙ্গী বানিয়ে। আজ ও আমরা হাঁসি তবে আপন মনে, নিস্তব্দ কোন এক কোনে, আজ ও আমরা দুঃখ-হাঁসি ভাগ করি তবে তা বাস্তবে নয় কৃত্রিম ভাবে। এভাবে যেনো আমরা ধীরে ধীরে ডুবে যাচ্ছি যান্ত্রিকতার মাঝে। হারিয়ে ফেলছি জীবনের প্রকৃত সুরকে, জীবনের আনন্দ গুলোকে। জীবনের বাস্তব উপলব্ধী গুলো যেনো দূরে সরে যাচ্ছে হারিয়ে যাচ্ছে অপ্রকাশকর ভাবে। যন্ত্র গুলো যেনো পরিণত হয়েছে বন্ধু রুপে। দূরে সরিয়ে দিচ্ছে সব কিছু থেকে। গড়ে তুলছে হৃদয়হীন মানুষ রূপে।
আমাদের বেড়িয়ে আসতে হবে এই নিমগ্ন পথ হতে। খুঁজে নিতে হবে জীবনের মানে। খুঁজে নিতে হবে আসল বন্ধুদের। মেতে উঠতে হবে সকলের সাথে একসাথে হুল্লরে। ভুলে গেলে চলবেনা জীবনের বস্তবতা কে, বিলিয়ে দিলে চলবেনা নিজেকে যান্ত্রিকতার কৃত্রিম সাগরে। বেড়িয়ে আসতে হবে কৃত্রিমত্তার বেরা জাল থেকে বাঁচতে হবে নতুন উদ্যমে, প্রানবন্ত হাঁসিকে সঙ্গে নিয়ে। ফিরিয়ে আনতে হবে হারানো সেই দিন গুলোকে, ফিরিয়ে আনতে হবে প্রানবন্ত সেই হাঁসি কে, কৃত্রিম হাঁসিকে বর্জন করে।
তবেই আমরা ফিরে পাবো অতীতের সেই একরাশ অফুরন্ত অকৃত্রিম হাঁসি, খুঁজে পাবো জীবনের প্রকৃত মানে, খুঁজে পাবো জীবনের ভালোবাসার রূপ, প্রানবন্ত ভাবে উপভোগ করতে পারবো নিজের জীবনকে। মুক্ত হতে পারবো অদৃশ্য কারাগার থেকে। ফিরে পাবো অতীতের সেই হারানো প্রানবন্ত দিন গুলোকে।
ফিরে দেখা।
Reviewed by সম্পাদক
on
বুধবার, জুলাই ৩১, ২০১৯
Rating: