-->

সুন্দর জীবনের জন্য দরকার স্কাউটিং।


মো: আব্দুল্লাহ,(বগুড়া):
স্কাউটিং হলো অরাজনৈতিক একটি সংস্থা। যাতে যুক্ত আছে প্রায় সকল দেশের লক্ষ-লক্ষ শিশু-কিশোর।


১৯০৭ সালে ব্রাউন্সী দ্বীপে রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বি.পি) শিশুদের কোনো বিষয় শেখানোর সহজ পদ্ধতি জানার জন্য পরিক্ষামূলক একটি ক্যাম্প করেন কিশোর দের নিয়ে। এবং তিনি লক্ষ করেন মুক্তাঙ্গনে বিভিন্ন আকর্ষনীয় কর্মসূচির মাধ্যমে কোনো বিষয় শেখানো হলে তা বেশী স্থায়ী ভাবে মনে থাকে ও তারা সে বিষয় এ বেশী উদ্ভুদ্ধ হয় এভাবে প্রশিক্ষন দিয়ে সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করা যায়। এভাবেই স্কাউট আন্দোলন এর শুভ সূচনা হয়।

স্কাউটিং এর মূল মন্ত্র হলো সদা প্রস্তুত (Be Prepared) এই মন্ত্র যখন শিশু-কিশোররা মনে ধারন করে তখন তাদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন হয়। এর মাধ্যমে শিশু-কিশোররা শারীরিরিক ও মানসিক ভাবে সকল পরিস্থিতিতে মানিয়ে নেয়ার জন্য প্রস্তুত হয়ে উঠে। স্কাউট এর প্রতিষ্ঠাতা বি.পি বলেছেন (A scout is never taken by surprize,He know exactly what to do when any thing unexpected happens) অথ্যাৎ একজন স্কাউট কখোনই চমকিত হয়না,অপ্রত্যাশিত ঘটনায় কি করতে হবে তা সে ঠিক ভাবে জানে। এভাবে স্কাউট শিশু-কিশোরদের সকল পরিস্থিতিতে মানিয়ে নিতে শিক্ষা দেয় ও গড়ে তোলে সুন্দর জীবন।

স্কাউট প্রতিঙ্গা এর দ্বারা শিশু-কিশোররা সৃষ্টিকর্তার ও দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত হয়। যা তাদের জীবনকে করে তোলে উজ্বল ও সুন্দর। এবং স্কাউট আইন সমূহ এর প্রতিফলন শিশু-কিশোরদের করে তোলে সত্যবাদী-সৎ,বানিয়ে তোলে সকলের বন্ধু,জীবের প্রতি সদয় করে তোলে,করে তোলে বিনয়ী ও প্রফুল্ল অথ্যাৎ হাঁসি-খুশি ভাবে বাঁচতে শেখায় ও করে তোলে নম্র-ভদ্র ও মিতব্যয়ী। 

স্কাউট আন্দোলন শিশু-কিশোরদের বৈচিত্রময় কর্মসূচিতে পাঠদানের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে। ও তাদের মনেে অন্ধকার দূর করে দেখায় আলোর পথ।

সেখানে সাধারন জনগনরা রাস্তার ময়লা-আবর্জনা দেখে বলে দেশ টা ভালো না,দেশ কে গালি দেয় সেখানে স্কাউট আদর্শ বুকে ধারন করা স্কাউট সদস্যরা দেশ কে তাচ্ছিল্য করেনা বরং দেশকে ভালোবেসে নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করে। দেশকে সবুজ-শ্যামল সুন্দর করতে বৃক্ষরোপন করে। শিশু-কিশোরদের নিয়ে কাজ করে,তাদের স্বাস্থ্য নিয়ে কাজ করে প্রতিবছর লক্ষ লক্ষ শিশুদের টিকা প্রদানে নিরলসভাবে অংশ গ্রহন করে,সেবা প্রদান করে। নিজের জন্য নয় বরং দেশেরর জন্য সর্বদা কাজ করে দেশকে নিস্বার্থ ভাবে ভালোবেসে। এভাবে সকল ক্ষেত্রে স্কাউটিং এ যুক্ত সদস্যরা কাজ করে নিজেদের নাম প্রচারে নয় বরং দেশের স্বার্থে,জনগনের স্বার্থে দেশ কে মন থেকে ভালোবেসে।

এভাবে স্কাউট আন্দোলন শিশু-কিশোরদের জীবনকে করে তোলে উজ্বল ও সুন্দর।গড়ে তোলে স্রষ্টার প্রতি অনুগত বান্দা ও দেশ ও সমাজের জন্য আদর্শ নাগরিক রূপে।
সুন্দর জীবনের জন্য দরকার স্কাউটিং। সুন্দর জীবনের জন্য দরকার স্কাউটিং। Reviewed by সম্পাদক on সোমবার, জুলাই ০৮, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.