-->

পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজে কম্পিউটার ল্যাবের বেহাল দশা।


হুমায়ুন কবির ,(পীরগঞ্জ):

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি কলেজ থাকলেও পীরগঞ্জ শহরে একটিই কলেজ। সেটি হচ্ছে পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ।
অতীতের চেয়ে এবার এইসএসসি পরীক্ষায় রেজাল্ট খুবই খারাপ।
এ নিয়ে কারোর কোনো মাথা ব্যাথা নাই। সকলেই নিজের খেয়াল খুশি মতো চলছে। নেই রেজাল্ট ভাল করার কোনো উদ্দ্যোগ।
 এছাড়াও নানা সমস্যার কথা তুলে ধরেন কলেজের শিক্ষার্থীরা।
 কলেজের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় একটি কম্পিউটার ল্যাব রয়েছে । তবে তা অবহেলায় পড়ে আছে।
প্রায় অর্ধশত কম্পিউটার পরে আছে অকেজো হয়ে। দীর্ঘ দিনের অযত্নে জমেছে ধুলো । হয় না কম্পিউটার ক্লাস।
এছাড়াও নিয়মিত ক্লাস হয় না বলে জানায় শিক্ষার্থীরা ।
এ ব্যাপারে একাধিকবার অধ্যক্ষের সাথে ফোনে কথা বলার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয় নি।

এ বিষয়ে দ্রুত সমাধান দাবি করে শিক্ষার্থী ও অবিভাবকগণ।
পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজে কম্পিউটার ল্যাবের বেহাল দশা। পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজে কম্পিউটার ল্যাবের বেহাল দশা। Reviewed by সম্পাদক on বুধবার, জুলাই ২৪, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.