-->

ছড়া:খুকির কীর্তি।



ছড়া: খুকির কীর্তি।
লেখা: দীপিকা রায়,(রংপুর)।
ছোট্ট খুকির বিড়াল ছানা
ঘুমায় শুধু থাকে,
তাই তো খুকি ভীষণ রেগে
ঘাই মেরেছে তাকে!
ব্যথা পেয়ে বিড়াল ছানা
হাউমাউ করে কাঁদে,
তাই না দেখে খুকি তাকে
স্নেহ ডোরে বাঁধে!
আদর করে বলে তাকে
কেন এতো ঘুমাস?
আলস স্বভাব নয় রে ভালো
হয় যে রোগের আবাস।
সকাল সকাল উঠলে জেগে
দেখবি ভোরের আলো,
গায়ে মাখলে স্নিগ্ধ বাতাস
থাকবে যে মন ভালো।
এসব কথা মায় আমাকে
শিখায় প্রতি বেলায়,
তোকে শেখার দায়িত্ব-ভার
নিতে হবে আমায়।
খুকির কথা বিড়াল ছানা
কানেই নিল না যে!
তাই তো খুকির মিষ্টি স্বরে
রাগের ছন্দ বাজে।
ছড়া:খুকির কীর্তি। ছড়া:খুকির কীর্তি। Reviewed by সম্পাদক on রবিবার, জুলাই ০৭, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.