-->

ছড়া: তোমরা যারা ছোট্ট শিশু।



ছড়া: তোমরা যারা ছোট্ট শিশু।
লেখা: মো:শাওন আলি,(পাবনা)।

তোমরা যারা ছোট্ট শিশু
বড় হবে ঠিক,
তোমরা হবে 
শিল্পী কবি লেখক,বৈজ্ঞানিক।

আজকে যারা ফুলের কলি
কালকে হবে ফুল
আঘাত হেনে ভেঙ্গে 
এই সমাজের ভুল।

তোমরা হবে সত্য সেনা
সদা সফল বীর
সুখের আশায় হাসবে জীবন
একুশ শতাব্দীর।


ছড়া: তোমরা যারা ছোট্ট শিশু। ছড়া: তোমরা যারা ছোট্ট শিশু। Reviewed by সম্পাদক on রবিবার, জুলাই ১৪, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.