প্রযুক্তি ডেস্ক:
পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহারে কিছু সমস্যা হচ্ছে। কারিগরি সমস্যার কারণে ফেসবুক ব্যবহারকারীরা এ ধরনের বিড়ম্বনায় পড়ছেন।
ফেসবুক ছাড়াও ‘ইন্সটাগ্রাম’ এবং ‘হোয়াইটস অ্যাপ’ ব্যবহারের ক্ষেত্রেও অনেক ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন ওয়েবসাইটের তাৎক্ষণিকভাবে তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় রাত ৮টা ৪৯ মিনিট থেকে ফেসবুকে ছবি আপলোড, ছবি না দেখা, এছাড়া বার্তা দেখানো ইত্যাদি সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা।
জানা গেছে, অনেকেই ফেসবুক লগ ইন ও লগ আউট পর্যন্ত করতে পারছেন না। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। জানা গেছে, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কলম্বিয়া, জাপান, মেক্সিকো, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকার ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন।
যদিও এ ব্যাপারে ফেসবুকের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এ ব্যাপারে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বহু ব্যবহারকারী পোস্ট দিচ্ছেন। তারা সবাই সমস্যার ব্যাপারে কথা বলেছেন।
সূত্র: কালের কন্ঠ
সূত্র: কালের কন্ঠ
বিশ্বজুড়ে ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটস অ্যাপে দেখা যাচ্ছে কারিগরি ত্রুটি।
Reviewed by সম্পাদক
on
বুধবার, জুলাই ০৩, ২০১৯
Rating: