-->

ধর্ষণের শাস্তির দাবিতে সিএমএমএস ও ইউএনওয়াইএসএবি এর মানববন্ধন।


জেবা সামিহা,(ঢাকা থেকে):
ক্রমাগত বেড়ে চলছে নারী ও শিশু ধর্ষণ। প্রতিবাদে ফেটে পড়ছে সাধারণ জনগণ।
তেমনি আজ ১২ই জুলাই শুক্রবার ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সেন্টার ফর মেন এন্ড ম্যাসকিউলিনিটিজ স্টাডিজ ( সিএমএমএস ) এবং জাতিসংঘ যুব ও ছাত্র সংঘ বাংলাদেশ (ইউএনওয়াইএসএবি)  এর যৌথ উদ্যোগে হয়ে গেলো এক মানববন্ধন সমাবেশ। সকল ধরনের নারী নির্যাতন বন্ধ করতে পুরুষদের সম্পৃক্ত করে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন সিএমএমএস।

সমাবেশে বক্তারা বলেন - "বিভিন্ন দৈনিক পত্রিকায় উঠে আসা সংবাদের ভিত্তিতে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ) জানিয়েছেন চলতি জুলাই মাসে কেবল গত ৭ দিনে ৪১ শিশু ধর্ষণের শিকার হয়েছে। যার মধ্যে ৬ শিশুকে গণধর্ষণ, ৫ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ এবং ৩ শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ১০ শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত শিশু অধিকার লঙ্ঘনের সংবাদ পর্যালোচনা করে বিএসএএফ এর তৈরি তথ্যমতে জানা গেছে ২০১৯ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে মোট ৪৯৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে গত ছয় মাসে ৬৩০ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর হত্যা বা হত্যাচেষ্টাও রয়েছে এর মধ্যে।
মূলত ৭ থেকে ১২ বছর বয়সী শিশুরাই ধর্ষণের শিকার হচ্ছে বেশি। তবে সম্প্রতি ১ বছরের কম বয়সের শিশুরাও ধর্ষণের শিকার হচ্ছে।
লোমহর্ষক এই পরিসংখ্যান জানাচ্ছে পশুরূপী কত পুরুষ রয়েছে আমাদের সমাজে।
কিন্তু এত ধর্ষণের পরেও বিচার হচ্ছে কতজনের? উল্লেখযোগ্য কোনো বিচার দেখা যায়নি। আমরা এর দ্রুত বিচার দাবি করছি।"

মূলত গুটিকতক পুরুষ নামক এই ধর্ষকদের বিচার দাবী ও ধর্ষণের প্রতিবাদে সচেতন পুরুষদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সেন্টার ফর মেন এন্ড ম্যাসকিউলিনিটিজ স্টাডিজ ( সিএমএমএস ) এবং জাতিসংঘ যুব ও ছাত্র সংঘ বাংলাদেশ (ইউএনওয়াইএসএবি) এর যৌথ উদ্যোগে করা এ মানববন্ধন সমাবেশ।
' অপরাধীদের সর্বোচ্চ বিচার ও সকলের সচেতনে বন্ধ হোক নারী ও শিশু ধর্ষণ ' - এ দাবী আজ সকল স্তরের মানুষের।
ধর্ষণের শাস্তির দাবিতে সিএমএমএস ও ইউএনওয়াইএসএবি এর মানববন্ধন। ধর্ষণের শাস্তির দাবিতে সিএমএমএস ও ইউএনওয়াইএসএবি এর মানববন্ধন। Reviewed by সম্পাদক on শুক্রবার, জুলাই ১২, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.