তবেই হবে সদ্বিচার
লেখা: দীপিকা রায়,(রংপুর):
হচ্ছে যারাই বনের রাজা,
খাচ্ছে তারা নিত্য গাঁজা!
ভুতের খেলায় মত্ত তারা-
ন্যায়ের বিচার করবে কারা?
বানর সেনা বাজনা বাজায়,
হাতি করে খাজনা আদায়;
শাসনীয় সব রঙ-তামাশায়!
টুনটুনি,ব্যাঙ দুঃখ বিলায়।
তরূদলে ধরছে পোকা,
শিয়াল পণ্ডিত সাজছে বোকা।
বনের পাখি মরছে ক্ষুধায়,
পরিযায়ী পাচ্ছে সহায়।
হিংস্র থাবায় মরছে হরিণ,
পাখপাখালি ভয়ে বিলীন;
ভয়াবহ সিংহ রাজা,
খাচ্ছে গাধাও কাবাব ভাজা!
প্রাণীকুলে বিদিত বিলাপ,
দেয় জোরে হাঁক ক্রুদ্ধ জিরাফ!
চলো সবাই গড়ি বিরোধ,
আর কতদিন থাকব অবোধ;
সিংহ এবার বুদ্ধি আঁটে,
মরলো জিরাফ ডুবে ঘাটে;
বনবাদাড়ে রুদ্র জোয়ার!
ভাঙল রাজার সিংহদুয়ার।
গর্জে উঠে বন্য সকল--
জনগণেই শক্তি মহল;
অপরাধী পাবে সাজা,
হোক সে প্রজা কিংবা রাজা।
তবেই হবে সদ্বিচার।
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, জুলাই ২৩, ২০১৯
Rating:
