-->

বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের মূল মঞ্চে বাংলাদেশ।



ডেস্ক রিপোর্ট:
বিশ্বকাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে জয়ের পর হোম ম্যাচে লাওসের বিপক্ষে ড্র করে বিশ্বকাপ বাছাইপর্বের মূল মঞ্চে পা রেখেছে বাংলাদেশ। বিশ্বকাপের প্রাক বাছাইয়ের প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে দারুণ শুরু করে লাল-সবুজের দলটি। তবে, গোল পাওয়া হয়নি স্বাগতিকদের।
এর আগে মাঝমাঠ দখলে রেখে আক্রমণের পর আক্রমণ সাজিয়েছে জীবন-রবিউলরা। ছিল শুধু গোলের অপেক্ষা। প্রথমার্ধের ৪৫ মিনিটে কোনো গোলের দেখা না পেলেও আক্রমণের দখলটা লাল-সবুজদের। দ্বিতীয়ার্ধেও একই চিত্র।
মাঝমাঠ দখল করার তাগিদটা যেন লাওসের মাটিতেই বুঝেছিল কোচ জেমি ডে। সেই তাগিদেই মাঝমাঠে প্রথম একাদশে দলে ঢুকেছেন মামুনুল ইসলাম মামুন। সঙ্গে আগের ম্যাচের গোলদাতা রবিউলও একাদশে। মাত্র দুটি পরিবর্তন এনে দল সাজানো হয়েছে।
সেই মাফিক প্রথমার্ধটাও দখলে রেখেছে জামাল ভূঁইয়ারা। মাঝমাঠ হাতে রেখেই লাওসের রক্ষণ শিবিরে আক্রমণের ফণা তুলে চলে বাংলাদেশ। সঙ্গে জমাটবদ্ধ রক্ষণ উপহার দিয়েছে রহমত-বিশ্বনাথ-টুটুলরা।

প্রথমার্ধেই কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারলে ব্যবধানটা গড়ে দিতে পারতো বাংলাদেশ। রবিউলের লম্বা থ্রো গুলো লাওসের গোলবারে বেশ কয়েকবার ভয় ধরিয়ে দেয়।
এদিকে প্রথমার্ধের শেষের দিকে জীবন প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন। তার হেডটা বেশ দুর্বল ছিল। তাতে লিড নিতে পারেনি লাল-সবুজরা।
ঘরের মাঠ। গ্যালারিতে অসংখ্য সমর্থকরা অনুপ্রেরণা যুগিয়েছেন ফুটবলারদের। সেই অনুপ্রেরণা ব্যর্থ না হলেও দ্বিতীয়ার্ধে স্কোর আসেনি। ড্র করেই সমর্থকদের আশা পূরণ করেছে বাংলাদেশ। বিশ্বকাপের মূল বাছাইপর্বে খেলবে বাংলাদেশ।

সূত্র: সারাবাংলা
বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের মূল মঞ্চে বাংলাদেশ। বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের মূল মঞ্চে বাংলাদেশ। Reviewed by সম্পাদক on মঙ্গলবার, জুন ১১, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.