নিজস্ব প্রতিবেদক :
আজ ১৪ জুন,২০১৯ শুক্রবার রাজধানী ঢাকার শ্যামলী আদাবর থেকে ফরিদ নামের এক মাদ্রাসা ছাত্রকে পাচারকারীরা বস্তায় ভরে পাচার করার চেষ্টা করে।
পরে ছেলেটি সু্যোগ পেয়ে পালিয়ে এসে গাবতলি মাজার রোডের জমিদারবাড়ি জামে মসজিদে ঢোকে। সেখানে অসসুস্হ অবস্থায় দেখে জাহিদ হাসান রাতুল নামের একজন ব্যক্তি উদ্ধার করে। ছেলেটি নিজের নাম,ঠিকানা এবং বাবার নাম ও মোবাইল নাম্বার জানায়।
এ বিষয়টি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভে এসে তিনি (রাতুল) প্রচার করেন। এবং ফরিদের বাবাকে খবর দেন। স্থানীয় ব্যক্তিদের উপস্থিতে ফরিদের বাবা সালাউদ্দিন এর হাতে ফরিদকে তুলে দেয়া হয়।পেশায় তিনি একজন ভাংড়ি মালামালের ব্যবসায়ী।
উল্লেখ্য বর্তমান সময় এ ধরণের পাচারকারীদের সংখা আশংকাজনকহারে বাড়ছে।
আজ ১৪ জুন,২০১৯ শুক্রবার রাজধানী ঢাকার শ্যামলী আদাবর থেকে ফরিদ নামের এক মাদ্রাসা ছাত্রকে পাচারকারীরা বস্তায় ভরে পাচার করার চেষ্টা করে।
পরে ছেলেটি সু্যোগ পেয়ে পালিয়ে এসে গাবতলি মাজার রোডের জমিদারবাড়ি জামে মসজিদে ঢোকে। সেখানে অসসুস্হ অবস্থায় দেখে জাহিদ হাসান রাতুল নামের একজন ব্যক্তি উদ্ধার করে। ছেলেটি নিজের নাম,ঠিকানা এবং বাবার নাম ও মোবাইল নাম্বার জানায়।
এ বিষয়টি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভে এসে তিনি (রাতুল) প্রচার করেন। এবং ফরিদের বাবাকে খবর দেন। স্থানীয় ব্যক্তিদের উপস্থিতে ফরিদের বাবা সালাউদ্দিন এর হাতে ফরিদকে তুলে দেয়া হয়।পেশায় তিনি একজন ভাংড়ি মালামালের ব্যবসায়ী।
উল্লেখ্য বর্তমান সময় এ ধরণের পাচারকারীদের সংখা আশংকাজনকহারে বাড়ছে।
ঢাকায় শিশু পাচারের চেষ্টা, অবশেষে উদ্ধার৷ শিশু-কিশোর২৪.কম
Reviewed by প্রকাশক
on
শুক্রবার, জুন ১৪, ২০১৯
Rating: