-->

নির্ধারিত সময় থেকে ৪ মাস পার হলেও বৃত্তির টাকা পায়নি দিনাজপুর শিক্ষা বোর্ড এর শিক্ষার্থীরা |

নিজস্ব প্রতিবেদকঃ
২০১৬ সালে জুনিওর স্কুল সার্টিফিকেট (জে এস সি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রায় বৃত্তি পেয়েছিলো সাজিদ। এ পর্যন্ত ৩ বার বৃত্তির টাকা হাতে পেলেও এবার নির্ধারিত সময়ের ৪ মাস পার হলেও টাকা হাতে পায় নি দিনাজপুর শিক্ষা বোর্ডের ২০১৬ সালের জে এস সি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাজিদ সহ অনেকে।
রংপুর জিলা স্কুল থেকে ২০১৬ সালের জে এস সি পরীক্ষায় অংশ নিয়েছিলো ২১০৯ সালের এস এস সি পরীক্ষার্থী নিবিড়। জে এস সি তে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত সে৷ গত ২ বছরে ৪ বার টাকা পাওয়ার কথা থাকলেও নিবিড় পেয়েছে ৩ বার৷ শেষবার গত ফেব্রুয়ারিতে পাওয়ার কথা ছিল নিবিড় সহ দিনাজপুর বোর্ডের বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীর। কিন্তু, ৪ মাস পেরিয়ে জুন মাস আসলেও এখনও বৃত্তির টাকা হাতে পাওয়ার কোন আভাস পাচ্ছে না শিক্ষার্থীরা। এ ব্যপারে শিশু-কিশোর২৪.কম কথা বলার চেষ্টা করেছিলো শিক্ষা সচিব জনাব মো সোহরাব হোসেন এর সাথে। তার ব্যক্তিগত সহকারি জানান, এ ব্যপারে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জনাব আবু বকর সিদ্দিক এর সাথে কথা বলে দেখতে। পরে দিনাজপুর বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর জনাব আবু বকর সিদ্দিকের সাথে মোবাইলে কথা হয় শিশু-কিশোর২৪.কম এর। তিনি বলেন, "এ ব্যপারে আমি শুনেছি। গত ১২ তারিখে এ বিষয়ে (মাউশি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক স্যারের সাথে কথা হয়েছে। " তিনি আর বলেন "পূর্বে সংশ্লিষ্ট স্কুলগুলো নিজ নিজ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী নিকটস্থ ট্রেজারি থেকে টাকা সংগ্রহ করে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে দিত। এখন নতুন নিয়মে প্রত্যক শিক্ষার্থীদের নামে আলাদা আলাদা চেক ইস্যু হবে। তারপর বিদ্যালয়ে সেগুলো পাঠিয়ে দেয়া হবে। আগামী ১৭ তারিখ (জুন) এ ব্যপারে আমরা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠাবো। খুব শীঘ্রই শিক্ষার্থীরা তাদের টাকা হাতে পাবে। "
নির্ধারিত সময় থেকে ৪ মাস পার হলেও বৃত্তির টাকা পায়নি দিনাজপুর শিক্ষা বোর্ড এর শিক্ষার্থীরা | নির্ধারিত সময় থেকে ৪ মাস পার হলেও বৃত্তির টাকা পায়নি দিনাজপুর শিক্ষা বোর্ড এর  শিক্ষার্থীরা  | Reviewed by প্রকাশক on সোমবার, জুন ১৭, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.