-->

ছড়া:ফুলের সাথে খেলা।



ছড়া:ফুলের সাথে খেলা
লেখা- মোঃ মোশফিকুর রহমান 

এসো এসো খোকা খুকি
ফুলের সাথে খেলি,
প্রজাপতির ডানায় উড়ে
আকাশ পানে মিলি।
রোজ বিকেলে পুকুর ঘাটে শান্ত দিঘির জলে,
হাঁসের ছানা খেলা করে
ডানা গুলো মেলে।

সন্ধ্যা কাশের তাঁরাগুলো ঝিকিমিকি জ্বলে,
দূরের বনে হাসনাহেনা চাঁদের সাথে খেলে!
বকুল ফুলের শুভ্র ঘ্রাণে
মন ভরিয়ে যায়,
নীল পরীরা ছুটে আসে
ডানা পরে গায়।

ফুলের সাথে খেলতে যদি
পার তুমি আজ,
জনম ভরে খেলতে চাবে
ফেলে সকল কাজ
ছড়া:ফুলের সাথে খেলা। ছড়া:ফুলের সাথে খেলা। Reviewed by সম্পাদক on বৃহস্পতিবার, জুন ২৭, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.