ফাতেমা আক্তার মনিরা,(ঢাকা)ভ
আমরা সবাই আমাদের জীবনে সাফল্য চাই, সফলতার জন্য কঠোর মনোনিবেশ আর অধ্যাবসায় যেমন গুরুত্বপূর্ন, তেমনি নিয়মিত বই পড়া ও অনেক গুরুত্বপুর্ন।
বিল গেটস কে দেয়া তার মায়ের প্রথম উপদেশ ছিল,
"প্রচুর বই পড়বি। ক্লাসের পড়ার বাইরেও বিশাল একটি জগত রয়েছে। সেগুলো সম্পর্কে বেশি করে জানবি, বেশি করে পড়বি। আর নতুন নতুন সব বিষয়ের বই পড়বি, যেগুলো সচরাচর অন্যরা পড়ে না।"
বিল গেটস এখনও নিয়মিত বই পড়ে! দিনে কিছু ভাগ সময় তিনি শুধু বই পড়ার জন্যই নির্ধারণ করে রেখেছেন।
শুধু বিল গেটস নয়, আরো এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা বই পড়ে আজ সাফল্যের শীর্ষে অবস্থান করছেন।
নিয়মিত বই পড়ার অনেক উপকারীতা রয়েছে।
*নিয়মিত বই পড়লে কল্পনাশক্তি ও সৃজনশীল চিন্তা ভাবনা বিকশিত হয়।
*যেকোনো কাজে মনোযোগ বৃদ্ধি পায়।
*অভিজ্ঞতা অর্জিত হয়।
*চিন্তাশক্তি বাড়ে।
*নতুন কিছু করার আগ্রহ বাড়ে।
*মস্তিষ্ক সচল রাখে।
*মানসিক চাপ কমে।
*শব্দভান্ডার বৃদ্ধি পায়।
বলা হয়ে থাকে বই আমাদের সবচেয়ে উপকারী বন্ধু। বই ই একমাত্র বন্ধু যা উপকার ছাড়া অপকার করে না কখনো। অবসর সময়ে বই পড়লে, অবসর সময় অলস ভাবে কাটে না। বরং ওই সময় টুকু ও কেটে যায় অনেক কিছু জানা এবং শিখার মাধ্যমে।
Warren Buffett তাঁর পেশা জীবনের শুরুতে প্রতিদিন ৬০০-১০০০ পৃষ্ঠা নিয়মিত পড়তেন। Bill Gates প্রতিবছর ৫০ টি বই শেষ করেন। Elon Mask রকেট সায়েন্স এর বিদ্যা বই পড়ার মাধ্যমেই অর্জন করেছেন। Mark Cuban প্রতিদিন ৩ ঘণ্টার বেশি বই পড়েন।
সুতরাং বুঝাই যাচ্ছে শুধুমাত্র কঠোর মনোনিবেশ দিয়ে নয়, সাফল্যের শির্ষে যেতে তোমাকে অবশ্যই বই পড়তে হবে।
বই নিয়ে ভলতেয়ার এর একটি উক্তি ছিল এমন
"সেদেশ কখনো নিজেকে সভ্য বলে প্রতীয়মান করতে পারবে না যতক্ষণ না তার বেশিরভাগ অর্থ চুইংগামের পরিবর্তে বই কেনার জন্য ব্যয় হবে"
অর্থাৎ
বই তোমাকে সভ্য করে তুলবে।
বই নিয়ে প্রতিভা বসু বলেছেন,
"বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না, কোনদিন মনোমালিন্য হয় না।"
সুতরাং মন খারাপ থাকলেই বই পড়ে নিতে পারো, মন ভাল করার কাজ বই এর!
সব চেয়ে মজার কথা হচ্ছে তুমি যত বই পড়বে তুমি তত অন্যের চেয়ে বেশি জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। তুমি বাকি আট দশ টা সাধারণ মানুষের থেকে একটু আলাদা হবে, তোমার জ্ঞানের পরিধি থাকবে ব্যাপক।
সাফল্যের পথ পেতে আর কি প্রয়োজন!
নিয়মিত বই পড়ার উপকারীতা।
Reviewed by সম্পাদক
on
সোমবার, জুলাই ০১, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: