মিজু সরকার হৃদয়,(নীলফামারী):
কিশোরগঞ্জের নিতাই ডাঙ্গাপাড়ায় সোস্যাল ডেভলোপমেন্ট অরগানাইজেশনের সদস্যরা নিজ উদ্যোগে এলাকার স্থানীয় ভাঙ্গা রাস্তার মেরামত কাজ সম্পন্ন করেন।
নিতাই ডাঙ্গাপাড়া রাস্তার মাঝে বৃষ্টির পানি জমে থাকতে থাকতে সেখানে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে যাতায়াত সমস্যা নিরসনে সংগঠনটি এই উদ্যোগে সফল হন।
পরিবহন গাড়িসহ সাধারণ যানবাহন ঐ পথে চলাচল করতে পারত না।
মানবতার দিক বিবেচনা করে স্বেচ্ছা সেবক এই সংগঠনের সদস্য বৃন্দ ও পরিচালক মাসুম বিল্লাহ বাবুর আহ্বানে একত্রিত হয়ে মাটি কেটে খাল ভরাট করে রাস্তার চলাচল পথ সুগম করে দেয়।
১৫ জন সদস্য বিশিষ্ট এই সংগঠনের সকলেই উপস্থিত থেকে মহতী এই কাজ সম্পন্ন করেন। গতকাল ১৬/০৬/২০১৯ইং দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাটি কেটে খাল ভরাট করতে এই উন্নয়ন কাজে সময় দেন।
এলাকাবাসী উল্লেক্ষিত সোস্যাল ডেভলোপমেন্ট অরগানাইজেশন নামীয় সামাজিক সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা এবং খুশিতে মুখরিত হয়ে স্লোগানে স্লোগানে বলেন-
"থাকবো না আর অলস হয়ে
করব উন্নয়ন দেশের তরে"
এমন উন্নয়নমূলক কাজ দেখে সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম,মশিয়ার রহমান,আতিয়ার রহমান,রফিকুল ইসলাম,জামিনুর রহমান(বড়লোক)সহ স্থানীয় অনেক মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বানে সাধুবাদ জানায়।
এই মর্মে উন্নয়নমূলক কাজে সংগঠনটি সদা প্রস্তুত আছে বলে ঘোষনা দেন।
সোস্যাল ডেভলোপমেন্ট অরগানাইজেশন কর্তৃক রাস্তার মেরামত কাজ।
Reviewed by সম্পাদক
on
সোমবার, জুন ১৭, ২০১৯
Rating: