ফাতেমা আক্তার মনিরা,(ঢাকা):
"সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না" বিখ্যাত এই উক্তি টি শুনে নি এমন কাউ কে খুজে পাওয়া যাবে না। আমরা সবাই জানি সময় আমাদের জীবনের কত টা গুরুত্বপূর্ণ জিনিস! আফসোস এর কথা হচ্ছে আমরা সবাই জেনেও সময় এর সদ্ব ব্যবহার করতে পারি না। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এমনকি কয়েক বছর ও আমরা সময় কে এমনে এমনেই নষ্ট করে দেই। দিন শেষে আফসোস করি, ইশ!আরেকটু যদি সময় পেতাম!
সব কিছু হারিয়ে আফসোস করলে গত হয়ে যাওয়া সময় কি ফিরে পাবে? যা যাওয়ার তা চলেই গেছে।
শত চেস্টা আর হাজারো কান্নাকাটি করলেও চলে যাওয়া সময় আর ফিরে আসবে না।
যার কিছু নেই তার হাতেও সময় আছে
ব্যালটাজার গার্সিয়ান (১৭ শতকের স্প্যানিশ লেখক ও দার্শনিক) বলেছেন "যার হাতে কিছুউ নেই, তার হাতেও সময় রয়েছে।এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ "।
সব থেকে মজার ব্যাপার হচ্ছে সময় সবার জন্য সমান, ধনী গরিব সবার জন্য দিনে ২৪ ঘন্টাই বরাদ্দ।যে লোক টা আজ অনেক বেশি সম্পদশালী, যে আজ সেলিব্রেটি সেও দিনে ২৪ ঘন্টাই পেয়েছে কাজ করার জন্য, আর তুমি ঘরে বসে বসে ভাবছো ২৪ ঘন্টা তোমার জন্য অনেক কম!
সফল ব্যক্তি রা কখনোই সময় নিয়ে অভিযোগ করে না, বরং কাজ করার পর যত টুকু সময় পায় তত টুকু তেই তারা আরো কিছু করার চেস্টা করে।
সময় নিয়ে বেশ কিছু চমৎকার উক্তি, আসো জেনে নেয়া যাক :
“আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে”
– মারিয়া এজগ্রোথ (বিখ্যাত আইরিশ লেখিকা)
তুমি যা কিছু খরচ করো, সময়ই তার মধ্যে সবচেয়ে দামী”
– থিওফ্রেসটাস ( প্রাচীন গ্রীক দার্শনিক)
“যারা সময়কে ঠিকমত ব্যবহার করতে পারে না, তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে”
– যিন ডে লা ব্রুয়ের (১৭ শতকের ফ্রেঞ্চ দার্শনিক)
“আমার সময় নেই, হল ‘আমি করতে চাইনা’ কথাটা একটু ঘুরিয়ে বলা”
– লাও ঝু (প্রাচীন চীনা লেখক ও দার্শনিক)
এত টুকু পড়ে নিশ্চিত বুঝতে পারছো? তোমার জীবনে সময় কত টুকু গুরুত্বপূর্ন?
সময় তোমার জন্য এক অতুলনীয় সম্পদ। যা তোমার জন্য একটা উপহার।চলে যাওয়া সময় এর জন্য আফসোস না করে বর্তমান এর জন্য কিছু করো।
সফল তুমি ই হবে।
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ "সময়"।
Reviewed by সম্পাদক
on
বুধবার, জুন ১৯, ২০১৯
Rating: