কবিতা: স্বাধীনতা রক্ষা ।
লেখা: ফাতেমা আক্তার মনিরা,(ঢাকা)
এ কেমন স্বাধীনতা হায়?
মন খুলে কথা নাহি বলা যায়!
এ কেমন স্বাধীনতা হায়? বাচিয়া মরিয়া রয়?
বুকের বারুদ জ্বলিয়া উঠে না আর, এ স্বাধীনতা এখন কার?
স্বাধীনতা অর্জন হইয়াছে, রক্ষে করিবে কে?
রক্ষের মানুষ গেছে মরে, হিংসা বিদ্বেষ নিয়ে!
স্বাধীন দেশে বলো কি করে? হিংসা বিদ্বেষ থাকে?
সমান তালে চলেছিল বীরেরা, একাত্তরের সনে।
কেমন করে সেই বীরে দের, শিক্ষা যাই মোরা ভুলে?
বাচিয়া মরিয়া নয়,
বাঁঁচবো বীরের ন্যায়। দেখবো মোরা এ দেশের মাটি
কে কে লুটায়া লয়!
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মোরা গড়বো সোনার মাটি,
এই মাটি যে মোদের
সোনার চেয়েও খাটি।
কবিতা: স্বাধীনতা রক্ষা ।
Reviewed by সম্পাদক
on
শনিবার, জুন ১৫, ২০১৯
Rating: