ফাতেমা আক্তার মনিরা,(ঢাকা):
"জিপিএ পাঁচ " শুনতে বা লিখতে খুব ছোট্ট হলেও এই ছোট্ট একটা শব্দের মধ্যেই ঢেকে যাচ্ছে হাজারো স্বপ্ন।মেধা কি তবে শুধুমাত্র একটা পয়েন্ট?
যে ছেলেটা বা মেয়েটা জিপিএ পাঁচ পায়নি বলে মস্তিষ্কের মধ্যে গুছিয়ে রাখা স্বপ্ন গুলি দুমড়ে মুছড়ে ফেলে দিচ্ছে, সে কি কখনও জানবে তার পদধূলির জন্য উন্মুক্ত হয়ে অপেক্ষা করছে বুয়েট কিংবা ঢাকা মেডিকেল এর স্বর্নেগড়া গেইট টি?
শুধুমাত্র জিপিএ পাঁচ পায়নি বলে আজ যে ছেলেটা নিজেকে নিঃশেষ করে দিচ্ছে, সে কি তার ১০ বছর পরের জীবন টা একবারও কল্পনা করেছে? ৪টি চকচকে স্টার কাধে নিয়ে কোনো এক গোধুলী বিকেলে হয়তো সেই ছেলেটিই নিয়ন্ত্রণ করবে পুরো একটা বিগ্রেডিয়ার ফোর্স!
আজ হয়তো শুধুমাত্র একটি পয়েন্ট এর জন্য চারদিকের মানুষ হাসছে, উপহাস করছে! কাল এই চিত্র এক সুন্দর রুপ ও নিতে পারে।
কে জানে? হয়তো সেই সব মানুষগুলোই আজ ৩/৪ পয়েন্ট পাওয়া ছেলেটার কাছে এসে শুধুমাত্র একটা ছবি তোলার জন্য আকুপাকু করবে।
"মানুষ তার স্বপ্নের সমান বড়" হ্যাঁ ঠিক তাই! স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে স্বপ্নের মত স্বপ্ন দেখতে হবে! ঘুমিয়ে নয়।ছোট খাটো ব্যাপারে হাল ছেড়ে দিলে চলবে কি করে?
ফ্রান্ক লয়েড বলেছেন
"সাফল্যের জন্য তোমাকে ৩ টি মূল্য দিতে হবে, ভালবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্ন কে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া।"
তাই ব্যর্থতা নামক শব্দটা জীবন থেকে মুছে ফেলো।ব্যর্থতাকে জেদে পরিণত করো!
হ্যাঁ, তোমাকে পারতেই হবে.! জিপিএ পাঁচ যে বড় কথা নয় তার প্রমাণ তোমাকেই দিতে হবে। আজ থেকে লেগে পরো,সাধনা করো,লক্ষ্য স্থির করো।
স্বামী বিবেকানন্দ বলেছেন,
"একটি লক্ষ্য ঠিক করো,লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো।চিন্তা করো,স্বপ্ন দেখো।তোমার মস্তিষ্ক, পেশী,রক্তনালি, পুরো শরীরে সেই লক্ষ্য কে ছড়িয়ে দাও।আর বাকি সব ভুলে যাও,এটাই সাফল্যের পথ।"
সুতরাং ব্যর্থতাকে প্রশয় দিয়ো না, উঠে দাড়াও,এমন ভাবে নিজেকে প্রস্তুত করো যেন আজ তোমার দিকে যারা আংগুল তুলে কথা বলছে, তাদের জবাব যেন কাল তুমি তোমার সফলতা দিয়ে দিতে পারো।
মনে রাখবে সাথে সাথে অপমানের জবাব দিয়ে দেওয়াই বুদ্ধিমান মানুষ এর কাজ নয়, বরং সফলতা দিয়ে দেখিয়ে দেওয়াই বুদ্ধিমান এর কাজ!
এভারেস্ট ছুতে হলে তোমাকে সেই ভাবে প্রস্তুতি নিতে হবে, নিজের মনোবল, নিজের আত্ববিশ্বাস সব কিছুই হতে হবে একদম পাকা পক্ত।
কোনো ভাবেই হাল ছেড়ে দিলে চলবে না!
চোখ বন্ধ করো, করে নিজের স্বপ্নের বাস্তবায়িত চিত্র টা একবার কল্পনা করো,দেখবে আর পিছু ফিরে তাকাতে হবে না।
নিজের জন্যে নিজেকে প্রস্তুত করো
জীবনটা নিজের, গড়তে হবে নিজেকেই! ছোট খাটো ব্যর্থতা থাকবেই, তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না।বরং যোদ্ধাদের মত যুদ্ধ করতে হবে,
যুদ্ধে জয়ী হতেই হবে! নিজের প্রতি আস্থা রাখতে হবে।
নিজেকে চিনো, নিজেকে জানো,দিনশেষে সোনালী আলোর ঝিলিক তোমার মুখেই জ্বল জ্বল করবে! যেই আলোয় আলোকিত হবে এই দেশ, এই শহর!
তাই,
জিপিএ পাঁচ এর আড়ালে স্বপ্নগুলো ঢেকে নয়,বরং আরো মেলে ধরতে হবে!যেন সুবিশাল আকাশ টা তোমার ই হয়।
জিপিএ -৫ এর আড়ালে কী ঢেকে যাবে হাজারো স্বপ্ন?
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, মে ১৪, ২০১৯
Rating: