মো: আব্দুল্লাহ,(বগুড়া):
মানবতা যেনো হারিয়ে গেছে মুখোশের অাধারে ছদ্মবেশীদের অন্তরালে। আজ আমরা হয়ে যাচ্ছি বিবেকহীন অন্ধ। টাকার নেশায় বলি দিচ্ছি লাখ শিশুর জীবন। ধূলোয় মিশিয়ে দিচ্ছি তাদের শৈশব,তাদের রঙিন জীবন।
নষ্ট করে দিচ্ছি তাদের প্রতিভা গুলোকে।
টাকার লোভে আজ অন্ধ হয়ে কিছু লোক তাদের সন্তনদের বয়সী শিশু-কিশোরদের টাকার হাতিয়ার বানিয়ে ,ধ্বংস করে দিচ্ছে তাদের স্বপ্নের জীবনগুলোকে। বিলীন করে দিচ্ছে তাদের মেধা গুলোকে।সাদা কালো রঙে ঢেকে দিচ্ছে তাদের জীবন। কোমল হাতে ধরিয়ে দিচ্ছে কঠোর সব যন্ত্র,কাউকে বানিয়ে দিচ্ছে অন্যের গোলাম,কাউকে আবার বইতে দিচ্ছে বোঝা। যারা তাদের লোভের প্ররোচনায় এসব করছেন তারা আজ সমাজে উঁচু স্তরের লোক। তারা আজ সম্পদশালী। তাদের বিবেক কি তাদের বাঁধা দেয়না?? তাদের কি ঐ রকম ছোট সন্তান নেই?? তারা কি তাদের সন্তানদের কে টাকার হাতিয়ার বানিয়েছেন?উত্তর:না। তারা তাদের সন্তানদের উন্নত বিদ্যালয় এ পাঠাচ্ছেন, ভালো-মন্দ খাওয়াচ্ছেন,গাড়ীতে করে বিদ্যালয়ে পাঠাচ্ছেন। এসব করছেন তাদের ই সন্তানদের মতো ছোট ছোট শিশুদের রক্ত চুষে। তাদের কোমল হাতকে কঠোর করে দিয়ে,তাদের স্বপ্নকে ধূলিস্বাত করে দিয়ে,তাদের শিক্ষাজীবনকে ধ্বংস করে।
ঐ সব মানুষরূপী হিংস্র হায়নাদের কি বিবেক বাঁধা দেয়না। তাদের কি মনে প্রশ্ন জাগেনা তাদের ও সন্তান আছে।তাদের যেমন স্বপ্ন আছে তেমনি ঐ সব অসহায়দের ও সুন্দর স্বপ্ন আছে, আছে নানা প্রতিভা।তাদের স্বপ্ন গুলোকে নষ্ট করতে ঐ সব ব্যাক্তিদের কি একটু ও সহানুভূতি হয়না?
(আমরা কি তাদের স্বপ্ন পূরনের দায়িত্ব নিতে পারিনা?): তাদের দোষ কি একটাই তারা গরীব?তারা গরীব ঘরের সন্তান।তারা অসহায়। তবে তারা তো মানুষ তাদের ও আছে স্বপ্ন,তাদের ও আছে শৈশব উপভোগ করার অধিকার।তাদের ও আছে সুপ্ত প্রতিভা। যা হয়তো উঁচু স্তরের মানুষদের ও নেই। যারা সমাজের উঁচু শ্রেনির মানুষ তারা যদি তাদের অর্থ সম্পদ হতে সামান্য কিছু অর্থ ঐসব অসহায়দের কাজে ব্যায় করে তবে তাদের কোন ক্ষতিই হবেনা। বরং রঙিন হয়ে উঠবে অসহায়দের মুখ গুলো তাদের সন্তানদের মতো। তারা সুযোগ পাবে কাজে লাগানোর তাদের সুপ্ত মেধা গুলোকে।
আমরা কি পারবোনা তাদের আশ্রয়স্থল হতে। তাদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের দিয়ে কাজ না করে, শোষন না করে, টাকা আদায় না করে তাদের সামান্য কিছু অর্থ দিতে?তাদের স্বপ্ন পূরনের বাহক হতে?
হ্যাঁ আমাদের সম্মেলিত প্রচেষ্টায় পারে তাদের আলোর পথ দেখাতে,তাদের জীবনগুলোকে বদলে দিতে। তাদের ও রয়েছে স্বপ্ন আমাদের উচিত তাদের জন্য কিছু করা। মানবতাকে জাগ্রত করে তাদের সেবা করা। তাদের নিয়ে কাজ করা। তবেই তারা সুযোগ পাবে তাদের যোগ্যতার প্রমান দিতে। দেশকে এগিয়ে নিয়ে যেতে।
এরাও শিশু ,তারাও শিশু।
Reviewed by সম্পাদক
on
বৃহস্পতিবার, মে ৩০, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: