গল্প: রেজাল্ট।
লেখা:নাবিলা আক্তার বুশরা,(ঢাকা)।
অমিত ছেলেটা নিজেকে নিয়ে খুব ভাবে বেপারটা কিন্তু সেটা নাহ। অমিত ছেলে হিসেবে ভালোই ছাত্র হিসেবে মাঝামাঝি রকমের বলা যায়..
কয়েকদিন ধরে ছেলেটা একটু একটু করে কেমন যেন নিজের মাঝে ভয়ে আছে। অমিতের মা বেপারটা খেয়াল করছে, ভাবছে কি হলো আমার ছেলেটার ও এতো কি নিয়ে ভয় পায়?
সকালে অমিত আনমনে বসে আছে নিজের বিছানায় হঠাৎ করে মা এসে বলছে ''কি হয়েছে তোর এমন কি নিয়ে ভয়ে ভয়ে আছিস তুই? মাকে বলে হালকা হয়ে নে'' অমিত কিছু সময় মায়ের দিকে তাকিয়ে বললো "মা কিছুদিন পর আমার পরিক্ষার রেজাল্ট বের হবে, যদি ভালো করতে না পারি বাবা তো খুব রাগ করবে আরো কতো কিছু" কথাটা বলেই ছেলেটার মুখটা কেমন মলিন হয়ে গিয়েছে।
মা তখন বললো " বাবা তুই তো ভালো পরিক্ষা দিয়েছিস তো ভালো কিছুই হবে দেখিস। এই কথা বলে মা চলে গেলো।
দিন যায় দিনের নিয়মে আর সময় ঘনিয়ে রেজাল্টের দিন চলে আসলো। সকাল বেলা বাবা চলে যাবার সময় বলে " শুনো অমিত তোমার রোল আর রেজিষ্ট্রেশন নাম্বারটা আমাকে দাও, আমি রেজাল্ট দেখবো"। অমিত দিলো তবে তার ভয় করছে কারন তার বাবা এমনে একটু রাগি বেশি তার উপর যদি আজ খারাপ রেজাল্ট হয় সে শেষ।
দুপুর বেলা সবে মাত্র খেতে বসেছে অমিত তখনি দেখে তার মায়ের কানে ফোন কথা বলছে তার মাঝে কেমন জানি শিহরন বয়ে গেলো.. কে কল দিতে পারে?
মা এসে তাকে ফোন দেয় ওপার হতে তার বাবা তাকে বলে "কি করেছ এসব? এসব রেজাল্ট কি করে মানুষ করে? তোমাকে হয়তো আর পড়িয়ে কিছু হবে নাহ শুধু শুধু সময়ের অপচয় করছি" এসব বলেই কল কেটে দেয় অমিতের বাবা।
অমিতের চোখ পানিতে টলটল করছে.. খাবার আর কি খাবে সব রেখে হাত ধুয়ে বাহিরে চলে যায় সে। মা পিছন থেকে ডাকলেও শুনে নাহ। অমিতের খুব মন খারাপ হলে সে একটা লেকের পাড় আছে সেখানে গিয়ে বসে থাকে,আজও তার উল্টো কিছু হয়নি।
বসেই আছে আর কেঁদেই যাচ্ছে তখন প্রায় সন্ধ্যা হঠাৎ সে অনুভব করলো পিছন হতে কে যেনো তাকে ধরলো আর বললো "খরাপ তো করেছ তাই বলে বসে বসে কাঁদবে? শুনো জীবনে একবার হারবা একবার জিতবা এটাই নিয়ম। তোমার ভুল গুলো থেকে শিখে তুমি সামনে এগিয়ে যাও.. এটাই হবে তোমার জয়। অমিত আবছা আলোতে কিছুই বুঝছে নাহ কে বলছে কথা গুলো তবে সে বুঝেছে তারই কমতি ছিলো আরেকটু পরিশ্রম করলে সব ঠিক হতে পারতো..।
লোকটা তাকে আবার বললো" পড়িতে বসিবো এই কথাটি বলিয়া লাভ নাই বার বার,একবার বসিলে উঠিয়া যাই শতবার.. এই শতবার না উঠে একটু পড়ো" এটা অমিতকে হাসানোর জন্যই বলা।
অমিত বাসায় আসলো তখন তার বাবা তাকে বলে যে "বাবা তুমি আমার উপর রাগ করে চলে গেলে কেনো? তুমি আসলে এতোটাও খারাপ করো নাই ভালোই ছিলো তবে আরেকটু ভালো করতে পারতা।"
অমিত তখন খুবখুশি হয়ে বাবা মা কে জরিয়ে ধরে বলে "এখন থেকে খুব পরিশ্রম করবো, তারপর আরো ভালো করবো"।
গল্প: রেজাল্ট
Reviewed by সম্পাদক
on
সোমবার, মে ১৩, ২০১৯
Rating: