-->

কিশোরগঞ্জে "আলোর বাহন সংঘের" উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত।


 মিজু সরকার হ্নদয় ,(কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জে আলোর বাহন ক্রীড়া ও সামাজিক সংঘের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প  অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজে প্রাঙ্গণে এ ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর ৮ শতাধিক মানুষ তাদের রুক্তের গ্রুপ জানতে পারেন। এর আগে ব্লাড গ্রুপিং ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ। পরে রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে ও আলোর বাহন ক্রীড়া ও সামাজিক সংঘের উপদেষ্টা এবং রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মনোদাশ রায় সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট। বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অফিসার মেজবাহুল হাসান জেমস, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ্, রনচন্ডী স্কুল ও কলেজের অভিভাবক সদস্য আনিছুর রহমান, সেলিম মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, আলোর বাহন ক্রীড়া ও সামাজিক সংঘের উদ্যোক্তা এস এম মোসফিকুর রহমান লাল, রংপুর সিটি ম্যাটস এ্যান্ড আইএমটির মেডিকেল টিম লিডার আমিনুল ইসলাম ডিএমএফ, রনচন্ডী স্কুল এ্যান্ড কলেজের স্কুল শাখার সহকারী শিক্ষক গোলাম মোস্তফা।

কিশোরগঞ্জে "আলোর বাহন সংঘের" উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত। কিশোরগঞ্জে "আলোর বাহন সংঘের" উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত। Reviewed by সম্পাদক on রবিবার, মে ০৫, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.