-->

কবিতা: এই নগরী।



কবিতা: এই নগরী।
লেখা: কাজী সাদিদুর রহমান শ্রাবণ,(ঢাকা)


ব্যস্ত এই নগরীতে,
ঝড়ে যায় অনেক শিশু ।
ভিক্ষা করে খেতে হয়
তাদেরও রয়েছে পেটের দায় ,
এদের জন্য কি দয়া হয় না ,
মানুষের মনে ?
দোষ কি তাদের ,
জন্মেছে এই নিষ্ঠুর ভুবনে ?
প্রতিদিন লড়াই করতে হয় ,
বেঁচে থাকার জন্য ।
তাদেরও ইচ্ছা করে ,
মনের কথা মানুষকে বলতে ।
মানুষও কত খারাপ !
সময় নেই তাদের শুনতে ।
গরিব বলে অবহেলা করি ,
তার বদলে একটু সাহায্য করি ।
তাদেরকে আপনি একটু হাসান ,
তাদেরকে আপনি একটু বাঁচান ।
আপনার একটা হাসি ,
ভুলেই দিবে তাদের
শত দুঃখ কষ্ট বেদনা ।
তাদের জন্য কি আপনার হৃদয়ে
একটু মায়া হয় না?
কবিতা: এই নগরী। কবিতা: এই নগরী। Reviewed by সম্পাদক on বৃহস্পতিবার, মে ৩০, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.