কুড়িগ্রামে সামাজিক সংগঠন 'ইচ্ছা' এর কমিটি গঠন।
খালিদ আহম্মেদ রাজা,(কুড়িগ্রাম):
“ত্যাগ, সেবা, মানব সেবা-ই লক্ষ্য” স্লোগান কে ধারন করে কুড়িগ্রাম জেলায় সামাজিক সংগঠন ‘ইচ্ছা’ গতকাল শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকায় সংগঠনটি নিজ কার্যালয়ে কুড়িগ্রাম সদর খলিলগঞ্জ বাজারে আনুষ্ঠানিক ভাবে গঠন করা হয়। সংগঠনটি ৩৩ জন সদস্য নিয়ে চালু করা হয়। সভার সকলের সম্মতি ক্রমে মোঃ শহিদুল ইসলাম শিমুল কে সভাপতি, মোঃ সোহানুর রহমান সিনিয়র সহ সভাপতি, মোঃ আহসান হাবীব সাধারণ সম্পাদক এবং মাহমুদুল ইসলাম আপেল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গতকাল শুক্রবার আহব্বায়ক রজব আলীর সভাপতিত্বে আলোচনার মধ্য দিয়ে সংগঠনের কমিটি গঠন করা হয়। এদিকে সামাজিক সংগঠন ‘ইচ্ছা’ এর অন্যতম অঙ্গীকার হচ্ছে, এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন করা। পিছিয়ে পড়া সমাজের অনগ্রসর নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প প্রনয়ন, বাস্তবায়ন কাঠামো সংস্থার উদ্দেশ্যের আলোকে নির্ধারণ করা। ইহা সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত সামাজিক সংগঠন। সংগঠনে সামাজিক উন্নয়নমূলক কাজ, সাংস্কৃতিক ও সেচ্ছায় মানবসেবা সংগঠন। এই সংগঠন কৃষক, দিনমজুর, প্রবাসী, স্কুল/কলেজের ছাত্র, প্রতিবন্ধী, ব্যবসায়ী চাকুরীজীবি তথা সব শ্রেণীর লোক দিয়ে গঠিত। এবং সর্ব শেণীর উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে।
সংগঠনের কমিটি গঠন কালে নবগঠিত কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম ( শিমুল ) বলেন: আমরা চাই কুড়িগ্রাম জেলার যুব সমাজকে নিয়ে সমাজের ভাল কিছু কাজ করতে। সকলের সহযোগীতায় সমাজ থেকে মাদক নির্মূলে কাজ করে যাবো। সামাজিক সংগঠন ‘ইচ্ছা’ এর অন্যতম ভুমিকা থাকবে মানুষের সেবা ও পরিবেশের উন্নয়ন করা। বিশেষ করে ‘ইচ্ছা’ সংগঠনের সকলের সহযোগীতা কামনা করেণ তিনি।
উক্ত সেমিনারে নব গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহানুর রহমান বলেন: “ কুড়িগ্রাম জেলায় ৭১% দারিদ্র নিরসনের লক্ষ্যে ‘ইচ্ছা’ সংগঠন বিভিন্ন ধরনের কাজ করে যাবে। এছাড়াও আরো বক্তব্য রাখেন উক্ত কমিটির সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব। তিনি বলেন: “ আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে বেগবান করব। এছাড়াও উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন আহব্বায়ক কমিটির সদস্য সচিব মন্তাজ আলী, ও সদস্য আল আমিন, রনি মিয়া, আবরার গালিব শাকিল, রবিন, মেহেদী হাসান, আশিক, শ্রী জীবন চন্দ্র সরকার, মাসুদ রানা, শাহানাজ বেগম, তানজিনা পারভীন তানিয়া প্রমুর্খ। পরে বিভিন্ন মতামতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
কুড়িগ্রামে সামাজিক সংগঠন 'ইচ্ছা' এর কমিটি গঠন।
Reviewed by সম্পাদক
on
শনিবার, এপ্রিল ২৭, ২০১৯
Rating: 5