কবিতা: কল্পকথা।
লেখা : মানসুর নাদিম ফুয়াদ।
হৃদয় যখন মুক্ত আকাশে,
ডানা মেলে চায় দুহাত পানে,,,
হঠাৎ তখন কোথা যেন,
বাধা বারিবার পিছু টানে।
নিজেকে যখন খুজি অন্যের মাঝে,
পথ চেয়ে রই আকাশ পানে,,
ব্যর্থতার গহিন ছাপ যেন মোরে,
গ্রাস করে নেয় সেই ক্ষণে।।
কালো হতে রয় হঠাৎ ই যেন,
মেঘে ভরে যায় বেলা,,
বহিতে রয় তার লয়েতে,
অতুল প্রবল হাওয়া ই মেলা।।।
নিজেকে যখন সেথায় বসায়ে,
ক্ষান্ত হতে চাই,,
হঠাৎ বাদল বন্ধ হয়ে,
মেঘ হয়ে রয় ছাই।।।।
জীবন যখন বারিবার মোরে,
ডাকে পিছু হনতা,,
দীর্ঘ অগন্তি যাত্রা যেন,
খাক হয়ে রয় কনকা।।।।।
যেদিন মোরা,যেখানে মোদের,,
পাই খুজে সেই লক্ষ হায়,,,
শেষ হয়ে যায় সে ক্ষণে যেন,
জীবনের সব অক্কা ভয়।।।।।
লেখা : মানসুর নাদিম ফুয়াদ।
হৃদয় যখন মুক্ত আকাশে,
ডানা মেলে চায় দুহাত পানে,,,
হঠাৎ তখন কোথা যেন,
বাধা বারিবার পিছু টানে।
নিজেকে যখন খুজি অন্যের মাঝে,
পথ চেয়ে রই আকাশ পানে,,
ব্যর্থতার গহিন ছাপ যেন মোরে,
গ্রাস করে নেয় সেই ক্ষণে।।
কালো হতে রয় হঠাৎ ই যেন,
মেঘে ভরে যায় বেলা,,
বহিতে রয় তার লয়েতে,
অতুল প্রবল হাওয়া ই মেলা।।।
নিজেকে যখন সেথায় বসায়ে,
ক্ষান্ত হতে চাই,,
হঠাৎ বাদল বন্ধ হয়ে,
মেঘ হয়ে রয় ছাই।।।।
জীবন যখন বারিবার মোরে,
ডাকে পিছু হনতা,,
দীর্ঘ অগন্তি যাত্রা যেন,
খাক হয়ে রয় কনকা।।।।।
যেদিন মোরা,যেখানে মোদের,,
পাই খুজে সেই লক্ষ হায়,,,
শেষ হয়ে যায় সে ক্ষণে যেন,
জীবনের সব অক্কা ভয়।।।।।
কবিতা: কল্পকথা।
Reviewed by সম্পাদক
on
শুক্রবার, মার্চ ১৫, ২০১৯
Rating: