নাবিলা আক্তার বুশরা, (ঢাকা):
অনেক কিছু আছে তবুও কেমন যেনো মনটা ভরছে নাহ।আবার ঘরটা বেশ সাজনো রয়েছে কিন্তু এখনও কিছুর কমতি আছে এমন বোধ হচ্ছে।
সময়ের অভাবে আমাদের অনেক জায়গায় যাওয়া হয় নাহ। জীবনটাও খুব একটা বড় নয় যে পুরোটা পৃথিবী ঘুরে-ফিরে দেখবো। অনেক রকমের অভিজ্ঞতা হয়তো আমাদের জীবনে পাওয়া বাকি থেকে যায়।
তবে এতো সমস্যা আছে, এর সমাধান কি আছে?
হুম আছে।
সমস্যা থাকলে এর সমাধান ও থাকে।
বর্তমান সময়ে আমরা খুব এই সমস্যা গুলোতে পড়ছি ।আর তার একটা সমাধান হচ্ছে বই।
ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি বই হলো আমাদের ভালো বন্ধু পরম বন্ধু।যেখানে এই প্রতিযোগিতার পৃথিবীতে কেউ আপন হতে চায় না বা খুব সময় ধরে পাশে পাওয়া যায় না। তখনই এই বই থাকে পাশে।
বই পড়ে আমরা কথা বলতে পারি সেই বিখ্যাত সব লেখকদের সাথে, জানতে পারি তাদের মনের মাঝে ঘটে যাওয়া অনুভূতি আরও জানতে পারি তাদের চোখে তখন কেমন ই বা ছিলো পৃথিবী,মানুষ আর পরিবেশটা। কতোই নাহ বৈচিত্র্যময় হতে পারে তখন তাদের জীবন।
হাজারটা অভিজ্ঞতা জন্ম নেয়।আপনারা দেখবেন যখন একটা ভালো উপন্যাস পড়ে শেষ করবেন আপনার কাছে মনে হবে এই তো এতো সময় যা পড়লাম সব তো আমার চোখের সামনে হলো। নিজের ভিতর অন্যরকম ভালো লাগার একটা জগৎ তৈরি হয়ে যায় নিজের ভিতর। সেই সময় থেকে নিজের ভিতর মনে হবে সব ভালো হনে এখন থেকে। আবার কখনও কখনও মনে হয় আমি তো সেই উপন্যাস কিংবা সেই বইয়ের একটা অংশ কিংবা একটা চরিত্র।
দিনশেষে কান্তি নিয়ে ঘরে ফিরে বই দেখবেন পড়বেন তখন মনে শান্তি পাবেন একটু হলেও।
অনেক গুনি ব্যাক্তি বই নিয়ে অনেক উক্তি করেছেন:
# ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা-রনে দেকার্তে
# ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। - স্পিনোজা
# অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল। - নেপোলিয়ান
# প্রচুর বই নিয়ে গরীব হয়ে চিলোকোঠায় বসবাস করব তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালবাসে না. - জন মেকলে
# আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়। - নর্মান মেলর
# একটি ভালো বইয়ের কখনোই শেষ বলতে কিছু থাকে না। - আর ডি কামিং
# একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা। - চীনা প্রবাদ
# একজন মানুষ ভবিষ্যতে কী হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার পড়া বইয়ের ধরন দেখে তা অনেকাংশেই বোঝা যায়। - অস্কার ওয়াইল্ড
# বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে। - জেমস রাসেল
# আমাদের আত্মার মাঝে যে জমাট বাধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই। - ফ্রাঞ্জ কাফকা
# পড়, পড় এবং পড়। - মাও সেতুং
# জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই। - ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
# বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো। - রবীন্দ্রনাথ
আর তাছাড়া বই পড়ার সর্বপ্রথম উপকারিতা হচ্ছে মানসিক উত্তেজনা। এক গবেষণায় দেখা গেছে, অধ্যয়ন Dementia এবং Alzheimer’s নামের এই রোগ দুটিকে হ্রাস এমনকি প্রতিরোধ করতেও সাহায্য করে। মস্তিষ্ককে সচল রাখলে তা কখনোই তার ক্ষমতা হারাবে না। মস্তিষ্ককে শরীরের একটি সাধারণ পেশী হিসেবে বিবেচনা করে, নিয়মিত ব্যায়াম করলে তা শক্তিশালী এবং ফিট থাকবে।জীবনে কোন মানসিক চাপ যেই পরিমাণই হোক না কেন, যা একটি ভালো গল্প সমাধান করতে পারে না।
বই পড়ার মজা হচ্ছে এটি তোমাকে মুহূর্তের মধ্যেই কোন এক অজানা জগতে নিয়ে যাবে কিংবা এমন কোন সময়ে তুমি ভ্রমণ করবে যা তুমি কখনো কল্পনাও করোনি। একটি ভালো অনুচ্ছেদ তোমাকে প্রতিদিনের বাস্তবতা থেকে একটু হলেও রেহাই দেবে। এমনিভাবে তোমার মানসিক চাপ কমিয়ে শেষে তোমার মানসিক প্রশান্তি ফিরিয়ে আনবে।বই পড়া শব্দভাণ্ডার বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে। বই পড়া নিজের এক উন্নত স্বত্তা গঠনে সহায়তা করে।
একটা ভালো বই পারে জাতিকে সভ্য করে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে।
ফিচার: বই নিয়ে যত কথা।
Reviewed by সম্পাদক
on
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০১৯
Rating: