-->

ফিচার: মুক্তির ৪৮ বছরের শপথ ; চলবো ন্যায়ের পথে।



জাহিদুল ইসলাম অংকন,( ঠাকুরগাঁও):

মুক্ত পাখির মতো খোলা আকাশে ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ালে   আসলেই বোঝা যায় না বদ্ধ বা পরাধীন থাকার কি কষ্ট। কতো কষ্টে ও ত্যাগ শিকারের বিনিময়ে যে আমরা নতুন প্রজন্ম এই মুক্ত আকাশ পেয়েছি তা আমাদের ধারণার বাহিরে। কতো সাহসেই না আজ আমরা বলতে পারি আমরা স্বাধীন, আমরা মুক্ত আকাশবাসী।

 কিন্তু এই আকাশেই একদিন বারুদের গন্ধে ভরে উঠেছিলো। চারদিকে শুধু হাহাকার, চিৎকারের শব্দ। মৃত্যুপুরী হয়েছিলো আজকের এই জনপদ। কিন্তু একমাত্র বাঙালিরাই পারে এ রকম সাহসিকতার সঙ্গে নিজেদের জয় ছিনিয়ে আনতে।
 একমাত্র বাঙালিরাই পারে বুলেটের সামনে বুক চিতিয়ে মায়ের সম্মান রক্ষা করতে। একমাত্র বাঙালিরাই পারে বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার মান রক্ষা করতে। একমাত্র বাঙালিরাই পারে জাতির পিতাকে অনুসরণ করে যুদ্ধে ঝাপিয়ে পড়তে; দেশমাতৃকাকে রক্ষা করতে।
সালাম তাদের, যারা জীবন দিয়ে গেছে। সালাম তাদের, যারা অন্যায়ের কাছে মাথা নত করে নি। বরং বুক শক্ত করে মোকাবেলা করেছেন অন্যায়ের বিরুদ্ধে।

আমরা নতুন প্রজন্মও মুক্তিযোদ্ধের চেতনায়  অগ্রসর হয়ে আমাদের দেশকে নিয়ে যাবো উন্নতির শিখরে। এই দেশকে রক্ষা করতে আমাদের বীর মুক্তিযোদ্ধারা অনেক ত্যাগ শিকার করেছেন। সময় এসেছে আমাদের। এই দেশকে নিয়ে বহুদূর যেতে হবে আমাদের। তার জন্য করতে হবে ছোট্ট একটি কাজ। আমাদের রক্ত দিতে হবে না, ত্যাগ শিকার করতে হবে না। পণ করবো সবাই মিলে -  "চলবো ন্যায়ের পথে।"
তাহলেই আমরা শহীদদের রক্তের দাম দিতে পারবো যথাযথ ভাবে।
ফিচার: মুক্তির ৪৮ বছরের শপথ ; চলবো ন্যায়ের পথে। ফিচার: মুক্তির ৪৮ বছরের শপথ ; চলবো ন্যায়ের পথে। Reviewed by সম্পাদক on মঙ্গলবার, মার্চ ২৬, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.