-->

ফিচার: হীনমন্যতা নয় , চেষ্টা।



নাবিলা আক্তার বুশরা, (ঢাকা):

নিজেকে নিয়ে খুবই অসুবিধায় রয়েছি..কখন যে কি লাগবে আমার তা আমি নিজেই বুঝতে পারছি না। 
অন্যকেউ বা বুঝবে কি করে ।আমি ঠিক করে পড়তে পারছি না। বাবা-মা আমাকে একদম বুঝে নাহ।ক্লাসে আর সবার সাথে মিশতে পারি না, ভয় করে।ঐ ছেলেটা/মেয়েটা কতো সুন্দর। ওর ড্রেস গুলো ভালো আমারটা নাহ..আসলেই কিছু পারি না আমি। নিজের সামনে নিজেকে বড় করে গড়ে তুলতে পারছি না আমি।লজ্জা করে নিজের উপর। এতো যে সপ্ন আমার তা কি আমি পূরণ করতে পারবো?

এমনই করে প্রতিদিন আমরা নিজেদের সাথে লড়াই করে চলি। আমাদের মাঝে নিজের উপর আনা আত্মবিশ্বাস নেই বললে চলে। যার ফলে আমরা হীনমন্যতায় ভুগতে থাকি.. আর এমন সমস্যায় বেশি ভুগে কিশোর-কিশোরী ও যুবক-যুবতী তার ফলে তারা অনেক ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে ..আর এমন করেই আমাদের সমাজে হারিয়ে যায় প্রতি মুহূর্তে অনেক কিশোর-কিশোরী ও যুবক-যুবতী। 

এই হীনমন্যতার ভয়, লজ্জা পাওয়ার ভয় কাটানোর একটাই উপায় হচ্ছে। আপনি কি পারেন না পারেন, সেটা নিয়ে দুই একজন হাসাহাসি করতে পারে, কিন্তু সবার খেয়ে দেয়ে এত সময় নাই যে, আপনারে নিয়ে দিন রাত গবেষণা করবে। আপনি ফকির না বাদশা, কালো না ফর্সা, সেটা নিয়ে কেউ মাথা ঘামাবে না। বরং যে অবস্থাতেই আছেন, সেখান থেকে শুরু করে দিয়ে, লাস্ট থেকে ফার্স্ট হইতে পারলে, তখন আপনি কাল্লু, বাট্টু, পেটলু, টাকলু, ভোটকু যাই হোন না কেনো, সবাই আগ বাড়িয়ে হেন্ডশেক করতে আসবে। আর আপনি তর তর করে এগিয়ে যাবেন।
আপনিই পারেন আপনার ভবিষ্যতকে সুন্দর একটা কাঠামো দিতে। আর এই কাঠামো দানের জন্য সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন তা হচ্ছে আপনি কি চান তা ঠিক করা, আপনি কোথায় পৌছুতে চান তা ঠিক করা। হতে পারে আপনার লক্ষ্য অসম্পূর্ণরূপে অর্জন হলো না, কিন্তু সেই ব্যার্থতাটুকুও মেনে নেয়াটাও কিন্তু আত্মবিশ্বাসেরই পরিচায়ক।

আমরা সবাই রবার্ট ব্রুসের সেই গল্পটি জানি তিনি তো তার দেশকে বাঁচাতে বারবার যুদ্ধ করেছেন পরাজিত হয়ে তিনি হীনমন্যতা আর হতাশায় ভুগেছেন পরে তিনি নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলে এবং সে তার লক্ষ্যতে পৌঁছাতে পেরেছে।

আসুন এবার আর একটা হীনমন্যতায় কম ভুগা মানুষের কথা বলি..আমরা সবাই কম বেশি হিরো আলমকে চিনি তিনি তো সবারই কম বেশি সমালোচনার পাত্র। তাকে নিয়ে আমরা কতোই না হাসি তামাশা করি তিনি কিন্ত ঠিকই আত্মবিশ্বাসের সাথে তার কাজগুলো করে গিয়েছে।



এভাবে করেই কিন্তু সবাই একদিন সাফলতার মুখ দেখে...নিজেকে নিয়ে তখন গর্ববোধ করবেন..সমস্যা যেমন থাকে তার সমাধানও থাকে শুধু সেই সমাধানটাকে খুঁজে নিয়ে কাজে লাগাতে হয়।

ফিচার: হীনমন্যতা নয় , চেষ্টা। ফিচার: হীনমন্যতা নয় , চেষ্টা। Reviewed by সম্পাদক on মঙ্গলবার, মার্চ ১৯, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.