কবিতা: " আমি স্বাধীন বাংলা "
লেখা: জেবা সামিহা ,(রংপুর)
কিছু অগ্নি বক্তব্য যখন কানে পৌছালো,
তখন থেকে আমার জন্মের প্রহর শুরু।
কালরাত্রির রক্তের তাণ্ডবলীলা,
জানান দিলো আমার আগমনের ঝড়ো বার্তা।
তাই তো আমার হৃদয়ের টুকরোগুলো দাঁড়ালো রুখে।
আমি কিন্তু বিলীন হইনি,
হৃদয়ের টুকরো হারানোর শোকে।
আমি কিন্তু শূন্য হইনি,
অসীম আঁখির নোনাজলে।
আমি শক্তি হারিয়ে ফেলিনি,
যখন আমার মস্তিষ্ক বড় আঘাত পেয়েছে।
বিশ্বাস করো,
নয় মাস মায়ের গর্ভে থেকে,
মাকে হাজারো কষ্ট দিয়ে,
লাল সাগরের বন্যার ভেসে,
আমি জন্মেছি বিজয়ের হাসি নিয়ে।
আবার যদি শুধাও, আমার মা কে?
তবে বলব আমি বীরাঙ্গনার কথা।
যদি জিজ্ঞাসা জাগে, কার সাহায্যে এলাম?
উত্তরে জানাবো সকল যোদ্ধার কথা।
হ্যাঁ, ঠিক চিনেছো
আমি স্বাধীন বাংলা।
কবিতা: আমি স্বাধীন বাংলা।
Reviewed by সম্পাদক
on
সোমবার, মার্চ ২৫, ২০১৯
Rating: