লেখা: রোমানুর রহমান রোমান, (রংপুর)
বিজয়ের বারিধারা, ঠিক যেন মধু হারা।
কারো ভাই, কারো বোন,
কারো নেই মা।
কেউবা বেঁচেগেছে, ভাগ্য, বিধাতা !
কারো ভাই, কারো বোন,
কারো নেই মা।
কেউবা বেঁচেগেছে, ভাগ্য, বিধাতা !
তাঁদের নাকে আজও রক্তের গন্ধ-গন্ধ মনে হয়,
বিজয়ের দিনেও মনে পড়ে হারানো সময়,
কি আত্মচিৎকার, বুলেট বোমা।
বিজয়ের দিনেও মনে পড়ে হারানো সময়,
কি আত্মচিৎকার, বুলেট বোমা।
আজ অবধি যারা বেঁচে আছে,
হারানো স্মৃতিগুলো শুধু মনে আসে।
বিজয়ের দিনে হাসে, কাঁদে,
বিজয় বেদনায় ভাসে।
হারানো স্মৃতিগুলো শুধু মনে আসে।
বিজয়ের দিনে হাসে, কাঁদে,
বিজয় বেদনায় ভাসে।
এ হাসি যেন শহীদের বিজয়ের,
এ কান্না যেন আনন্দের,
আত্মত্যাগের বিনিময়ে পাওয়া
খুব বড় কোন তুলনা।
এ কান্না যেন আনন্দের,
আত্মত্যাগের বিনিময়ে পাওয়া
খুব বড় কোন তুলনা।
ছড়া: বিজয়ের বেদনা।
Reviewed by সম্পাদক
on
মঙ্গলবার, মার্চ ২৬, ২০১৯
Rating: