-->

ফিচার: সময় ও জীবন ( সেতুবন্ধন )



লতিফুর রহমান লিখন :
সময়ের সাথে সাথে জীবন চলে যাচ্ছে। একটির সাথে আরেকটির কি অদ্ভুদ মিল। কেউ কাউকে ছাড়তে পারে না, ছাড়লেও চলে না। 
একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে মিশে আছে। কোনো একটি যদি গতি পরিবর্তন করে তবে অপরটিও শূন্যে পরিণত হবে । চাহিদার তাগিদেই একটি আরেকটিকে জড়িয়ে রাখে । একে অপরের প্রয়োজন উভয়েই বুঝতে পারে। এটি একধরনের প্রকৃতিরই খেলা । সময়ের সাথে জীবন হাত ধরে পাশাপাশি চলে এসেছে , চলছে , ভবিষ্যতেও চলবে। একটি ছাড়া অপরটির কথা কোনোমতেই ভাবা যায় না। ভেবেই বা কি, ভাবলেও কখনও কাজ হয় না। জীবন কখনই স্থিতিশীল নয়। এটি এক জায়গায় থেমে থাকে না কারোর জন্য । সময়ের সাথে প্রতিযোগিতা করে সে এগিয়ে চলে । চলতেই থাকে। সময়ের সাথে তার এক গভীর বন্ধুত্ব । এই বন্ধুত্ব বজায় রেখে সে সময়ের সাথে অনন্ত কাল দৌড়ে চলেছে । সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে মানুষকে কঠিন সত্যের মুখোমুখি হতে হয়। কঠোর পরিশ্রম জীবন ও সময়ের সেতুবন্ধন সৃষ্টি করে। জীবন এখানেই সার্থক হয়, সফলতার সিড়িতে পৌছে। 
সুতরাং বুঝা যায় সময় ও জীবনের সম্পর্ক চিরজীবনের।
ফিচার: সময় ও জীবন ( সেতুবন্ধন ) ফিচার: সময় ও জীবন ( সেতুবন্ধন ) Reviewed by সম্পাদক on শনিবার, সেপ্টেম্বর ০৮, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.