নুজহাত হাসিন অংকন,ঠাকুরগাঁও:
বাংলাদেশ ষড়ঋতুর দেশ।একেক ঋতুতে একেক রকমের আবেশ থাকে এখানে।
কিছু দিন আগেই আমরা বর্ষা পার করে শরতে পা দিয়েছি।বর্ষা অনেকের প্রিয় ঋতু হলেও নৈসর্গিক সৌন্দর্যের দিক থেকে শরৎ অনন্য।
বর্ষার বৃষ্টিমুখর অনুজ্জ্বল দিনের পর মেঘের মতো আমাদের মনও হালকা হয়ে যায়।শরতের আকাশ,নদী,ফুল সবই শান্ত মায়াময়।
ভাদ্র আশ্বিনের এই শুভ্র রূপ পবিত্রতার পতীক।বিলের শাপলা থেকে শুরু করে সবই কোমল পবিত্র।যখন শিশিরের শব্দের মতো টুপটাপ শিউলি ঝড়ে তখন অনুভবে শরৎ আসে।কাশবনে দল বেধে আসে চড়ুইপাখি।
নদী শান্ত হয়ে আসে।শরতের নদী মানেই এই ধারে কাশবনের ঝাক।শেষ রাতে মৃদু কুয়াশায় ঢেকে থাকা মায়াবী ফুল গুলো যেন আরোও রূপসী হয়ে উঠে।
শরত মানেই তো শিউলি ফুটার দিন।শরতের রাত শিউলির গন্ধে ভরপুর।সূর্যের সাথে ওদের আরি তাই নিশিরাতেই ঝরে পড়ে মাটিতে।শরতের পরিবেশ ঘুম পাড়ানি গানের মতো শান্ত,মধুর।নদীতে পাইতোলা নৌকা,আকাশে ছেঁড়াখোঁড়া ভাসমান মেঘ।
আর এমন একটা দৃশ্য দেখার জন্য সবসময় অপেক্ষায় থাকে আমাদের মন।
ফিচার: শরৎ
Reviewed by সম্পাদক
on
শনিবার, সেপ্টেম্বর ০১, ২০১৮
Rating: