নুজহাত হাসিন অংকন ,(ঠাকুরগাঁও):
মোটামোটি সব শিশুরাই দৌড়-ঝাপ করতে খুব বেশি পছন্দ করে।খেলা ধুলার মধ্যে শিশুদের আলাদাই একটা টান লক্ষ্য করা যায়।তাই শিশুদের পড়তে বসানোটা একধরণের কঠিনতম কাজ তাদের বাবা মায়ের জন্য।নানান ধরণের কৌশলে মা তার সন্তানকে পড়ার জন্য বসাতে চেষ্টা করেন।কিন্তু নিয়ম করে শিশুদের পড়তে বসানোটা বেশ কঠিনটা কাজ প্রত্যেক মায়ের জন্য।কিন্তু পড়তে তো বসতেই হবে।এছাড়া তো কোন উপায় নেই।তাই মা-বাবা কে তাদের সন্তানকে পড়তে বসানোর জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়।ছোটদের পড়াশুনায় মনোযোগ আনাটা বেশ কঠিন একটা কাজ।তাই সন্তান কি পছন্দ করে তা বাবা-মাকে আগে থেকেই জানা দরকার। শিশুদের পড়াশুনায় মনযোগ বাড়াতে তারা নানান ডিজাইনের পড়ার টেবিল ব্যবহার করতে পারেন।এই রকম টেবিলে নানা রকমের কার্টুন আঁকা থাকে।অথবা এ,বি,সি,ডি লেখা টেবিলে পাওয়া যায়।তাই শিশুরা আগ্রহ পায়।আনন্দে আনন্দে তারা পড়তে বসে যায়।একদম ছোটরা যারা ভর্তি হয়েছে সবে স্কুলে তাদের ক্ষেত্রে এই সব জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এই রকম আরো অনেক কৌশলে ফেলে শিশুদের পড়তে বসানো যেতে পারে।এইসব বিষয়ে শিশুরা যেমন নিজের আগ্রহে পড়তে বসবে তেমনে বাবা-মাদের তেমন পরিশ্রম দিতে হবে না।
শিশুর পড়াশোনায় পড়ার টেবিলের ভূমিকা।
Reviewed by সম্পাদক
on
বৃহস্পতিবার, আগস্ট ০২, ২০১৮
Rating: