নুজহাত হাসিন অংকন,ঠাকুরগাঁও
মায়ের মমতা কেড়ে করলেন জীবনের বড় সর্বনাশ!
এদিক-সেদিক ঘুরি পথিকের বেশে কি খেয়েছিস দিনভর কেউ বলে না বেলা শেষে। দিন আসে,দিন যায় বদলায় ক্যালেন্ডার আমার কি সে বিষয়ে হুশ আছে? আমি ছিলাম কুপোকাত।
ঘুমিয়ে থাকি আশ্রয়হীন একা পথের পথিক হয়ে মা ঘুম ভাঙ্গাইয়া বলে না বেলা হয়েছে অনেক দেখ বাহিরে গিয়ে। দিন শুরুর সাথে সাথে শুরু হয় আমার চলা ক্লান্ত হইয়া ভাবতে থাকি জীবন কবে শেষ করবে আমায় নিয়ে খেলা।
চোখ ভরা জল নিয়া কথা কই তারার সনে মা বুঝি ডাকে আমায়
ফিরে আয় মোর পানে।
বিধুর :ঈদ আয়োজন
Reviewed by প্রকাশক
on
বুধবার, আগস্ট ২২, ২০১৮
Rating: